ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

উঃ কোরিয়া ব্যালিস্টিক মিসাইল ছোড়ায় ঢাকার গভীর উদ্বেগ

প্রকাশিত: ০৬:০৩, ৬ জুলাই ২০১৭

উঃ কোরিয়া ব্যালিস্টিক মিসাইল ছোড়ায় ঢাকার গভীর উদ্বেগ

কূটনৈতিক রিপোর্টার ॥ উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল ছোড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে উত্তর কোরিয়াকে এই ধরনের কর্মসূচী থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী কোরিয়া (উত্তর কোরিয়া) গত মঙ্গলবার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। উত্তর কোরিয়ার এই ধরনের পদক্ষেপ ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য তাদের এই ধরনের কর্মসূচী থেকে সরে আসা উচিত। দেশটির এই পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিভিন্ন ধারার সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ ও পরমাণু নিরস্ত্রীকরণ কর্মসূচীর প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। উল্লেখ্য, উত্তর কোরিয়া মঙ্গলবার তার পশ্চিমাঞ্চলীয় এলাকা থেকে জাপান সাগরে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। জাপান সাগরের অর্থনৈতিক অঞ্চলে মিসাইলটি আঘাত হানে। চলতি বছর উত্তর কোরিয়া যে কয়টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে এটা ছিল ১১তম। এর আগে গত মে মাসেও ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।
×