ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে পুলিশ ও লেগুনা চালক নিহত

প্রকাশিত: ০৭:০৯, ২৩ জুন ২০১৭

রূপগঞ্জে পুলিশ ও লেগুনা চালক নিহত

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২২ জুন ॥ তারাব পৌরসভার মৈকুলী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশের ডিউটিরত লেগুনার মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ দুজন নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটে এ দুর্ঘটনা। নিহতরা হলেন রূপগঞ্জ থানার কনস্টেবল মনিরুজ্জামান মনির (২৫) ও লেগুনা চালক জাহাঙ্গীর মিয়া (৩২)। আহতরা হলেন রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক একেএম সাইদুজ্জামান ও কনস্টেবল দ্বীন ইসলাম। এদের মধ্যে দ্বীন ইসলামকে নারায়ণগঞ্জ পুলিশ হাসপাতালে ও একেএম সাইদুজ্জামানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামে পথচারী স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে জানান, নগরীর বন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন পথচারী। শহিদুল নামের এ হতভাগ্যের বাড়ি খুলনার বাগেরহাটে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বন্দর নতুন ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন পথচারী শহিদুল। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুড়িগ্রামে সাইকেল আরোহী স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম থেকে জানান, রাজারহাটে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজারহাট উপজেলা শহরের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রেলগেট এলাকায় জয়নাল আবেদীন (২৮) নামের বাইসাইকেল আরোহীকে তিস্তা থেকে আসা দ্রুতগামী ট্রাক চাপা দেয়। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে ডাক্তার মৃত ঘোষণা করে। নিহত জয়নাল আবেদীন রাজারহাটের দেবীচরণ গ্রামের আব্দুল আউয়ালের ছেলে বলে জানা গেছে। বগুড়ায় মাইক্রোচালক স্টাফ রিপোর্টার, বগুড়া থেকে জানান, বৃহস্পতিবার দুপুরে প্রথম বাইপাস সড়কের বেলাইল এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম(৩৯) নামে মাইক্রোবাস চালক নিহত হয়েছে। এসময় মাইক্রোবাস আরোহী একই পরিবারের ৪ জন আহত হয়। আহতদের বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×