ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঢাকা দক্ষিণের দাম ধার্য্য

রমজানে গরুর মাংসের কেজি ৪৭৫, খাসী ৭২৫ টাকা

প্রকাশিত: ০৮:১৪, ২৪ মে ২০১৭

রমজানে গরুর মাংসের কেজি ৪৭৫, খাসী ৭২৫ টাকা

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন রমজান মাস উপলক্ষে গরুর মাংসের দাম প্রতি কেজি ৪৭৫ টাকা নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে ক্রেতার কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে মাংসের দাম বেশি রাখলে বা মূল্য তালিকা না মানলে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এ সময় কামরাঙ্গীরচর-বেড়িবাঁধ এলাকায় একটি স্থায়ী গরুর হাট করার পরিকল্পনার কথা জানান মেয়র। এর বাইরে মাংসের মূল্য তালিকায় বোল্ডার বা বিদেশী গরুর ক্ষেত্রে ৪৪০ টাকা, মহিষ ৪৪০ টাকা, খাসি ৭২৫ টাকা ও ভেড়া বা ছাগীর মাংস প্রতিকেজি ৬২০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান। মঙ্গলবার দুপুরে মাংস ব্যবসায়ী সমিতির সঙ্গে এক মতবিনিময় শেষে মেয়র মূল্য তালিকা ঘোষণা করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে এই সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ শেখ সালাহউদ্দিন, মহানগর এলাকার মাংস ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাঈদ খোকন বলেন, রমজান মাসে জনগণের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এবারের দাম নির্ধারণ করা হয়েছে। আগামী ২৬ রোজা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় এ দামে মাংস বিক্রি করতে হবে। সভায় সবার সঙ্গে আলাপ আলোচনা করে এ দাম নির্ধারণ করা হয়েছে। সবাইকে দাম মেনে চলার নির্দেশ দিচ্ছি। আমাদের একটি মনিটর টিম সব সময় কাজ করবে। কোন ব্যত্যয় ঘটলে তারা ব্যবস্থা নেবে। এ মূল্য তালিকা শুধু কাঁচাবাজারের মাংসের দোকান নয়, ডিপার্টমেন্টাল স্টোরসহ মাংস বিক্রি করে এমন সব দোকানের জন্যই এ দাম প্রযোজ্য হবে।
×