ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পাক গাধার পেছনে ডলার ঢালছে চীন

প্রকাশিত: ০৫:২৭, ১০ এপ্রিল ২০১৭

পাক গাধার পেছনে ডলার ঢালছে চীন

অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে এবার চীন পাকিস্তানে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। এই বিনিয়োগের প্রধান উদ্দেশ্য হলো গাধার প্রজনন ও উৎপাদন বাড়ানো। পাকিস্তানও খুব গুরুত্বের সঙ্গে গাধার সংখ্যা বাড়ানোর ব্যাপারে পরিকল্পনা প্রণয়ন করছে। চীনে গাধার কদর খুব বেশি। গাধা থেকে আসে দরকারি জিলাটিন। চীনে ইজিয়াও নামের প্রচলিত ওষুধের প্রধান কাঁচামাল হচ্ছে এই গাধার চামড়ার মধ্যে থাকা বিশেষ ধরনের আঠা জিলাটিন। এ ওষুধ এ্যাজমা থেকে ইনসোমনিয়ার মতো নানা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। চীনে এক সময় প্রচুর গাধা পালন করা হতো। কিন্তু ক্রমবর্ধমান শিল্পায়নের ফলে প্রচলিত কৃষি ব্যবস্থা থেকে সরে যাচ্ছে চীন। ফলে গাধাও কমছে। গাধার চাহিদা পূরণে চীন তাই আফ্রিকা থেকে গাধা আমদানি করছে। কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজার, বুরকিনা ফাসোর মতো আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ চীনকে গাধা সরবরাহ করছে। কিন্তু এই গাধা আমদানিতে এখন নানা বাধাও সৃষ্টি হচ্ছে। আফ্রিকার নাইজার চীনে গাধা রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে চীন এখন পাকিস্তানে গাধার প্রজনন বাড়ানোর জন্য বিনিয়োগ শুরু করেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ গাধা পালনের জন্য বিখ্যাত। চীনের বিনিয়োগ পেয়ে খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সরকার একশ কোটি মার্কিন ডলার ব্যয়ে গাধা উৎপাদনের প্রকল্প হাতে নিয়েছে। এর সঙ্গে অবশ্য তারা প্রদেশটিতে কৃষি খাতেও চীনের বিনিয়োগ আশা করছে।-এক্সপ্রেস ট্রিবিউন অবলম্বনে।
×