ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

লাইফসাপোর্টে র‌্যাবের গোয়েন্দা প্রধানকে সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনা হয়েছে

প্রকাশিত: ০৮:০৫, ৩০ মার্চ ২০১৭

লাইফসাপোর্টে র‌্যাবের গোয়েন্দা প্রধানকে সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটে বোমা বিস্ফোরণে আহত র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদের অবস্থার কোন উন্নতি না ঘটলেও তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার রাত সাড়ে আটটায় এয়ার এ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনার পর ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার জন্য নেয়া হয়। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বলেছেন, লেফটেন্যান্ট কর্নেল আজাদের অবস্থা অপরিবর্তিত রয়েছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শেই তাকে ফিরিয়ে আনা হয়। সেখানে তাকে যে চিকিৎসা দেয়া হয়েছে, এখানেও সে চিকিৎসা দেয়া হবে। আজাদকে ফিরিয়ে আনার বিষয়ে পরিবারের সম্মতি নেয়া হয়েছে। সিলেটে জঙ্গী আস্তানা আতিয়া মহলে সেনা কমান্ডোদের অভিযানের মধ্যে শনিবার সন্ধ্যার পর কাছের এলাকায় বিস্ফোরণে আহত হন আজাদ।
×