ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সংসদীয় স্থায়ী কমিটি

ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে ভ্যাট আইন কার্যকরের সুপারিশ

প্রকাশিত: ০৯:১৭, ১৬ মার্চ ২০১৭

ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে ভ্যাট আইন কার্যকরের সুপারিশ

সংসদ রিপোর্টার ॥ জটিলতা দূর করে সরকারকে উদার মনোভাব নিয়ে আগামী বাজেটের আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে ভ্যাট আইন কার্যকরের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে ব্যবসায়ীদেরও নমনীয় হতে বলেছে কমিটি। এছাড়া অফশোর ব্যাংকিংয়ের নামে দেশ থেকে অর্থ পাচারের দায়ে বেসরকারী এবি ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি। বুধবার সংসদ ভবনে ভ্যাট আইন নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে সংসদীয় কমিটি। কমিটির সভাপতি ড. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রতিমন্ত্রী এম এ মান্নান, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং আখতার জানান অংশ নেন। এছাড়া বৈঠকে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই, এমসিসিআই, ঢাকা চেম্বার অব কমার্স, দোকান-মালিক সমিতি, ঢাকা দোকান মালিক সমিতি, প্লাস্টিক পণ্য নির্মাণকারীদের প্রতিনিধিরাও অংশ নেন।
×