ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির ভোটগ্রহণ ২২ ও ২৩ মার্চ

প্রকাশিত: ০৪:১৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির ভোটগ্রহণ ২২ ও ২৩ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির ২০১৭-১৮ মেয়াদে নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২২ ও ২৩ মার্চ। এ উপলক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিহুজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এ তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচন পরিচালনা উপকমিটির অপর ছয় সদস্য হলেন- বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি আইনজীবী ফাহিমা নাসরিন মুন্নী, সহকারী সেক্রেটারি আইনজীবী শেখ সিরাজুল ইসলাম, মোকলেসুর রহমান জাহিদ, মোহাম্মদ সালাহউদ্দিন, মোহাম্মদ ইলিয়াস ভূইয়া (বি এম ইলিয়াস কচি) ও মোঃ জাহাঙ্গীর আলম। নির্বাচনে অংশ নিতে আগামী ১ থেকে ১১ মার্চ পযন্ত মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র বাছাই ১১ মার্চ এবং প্রত্যাহার করা যাবে ১৪ মার্চ। ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স সমাপ্ত ন্যাশনাল ডিফেন্স কলেজে দুই সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স-২০১৭/১-এর সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে অনুষ্ঠিত হয়েছে। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। কোর্সটি ৮ম বছরে পদার্পণ করেছে এবং নীতিনির্ধারণী সকল পর্যায়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। কোর্সে ৪ জন সংসদ সদস্য, ৪ জন অতিরিক্ত সচিব পর্যায়ের প্রশাসনিক আমলা/ প্রয়োগবিদ, ৩ জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, ২ জন শিক্ষাবিদ, নীতিনির্ধারণী পর্যায়ের ১ জন প্রধান প্রকৌশলীসহ মোট ২৮ জন ফেলো অংশগ্রহণ করেন। -আইএসপিআর
×