ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শহীদ মিনারে সমাবেশ

নারায়ণগঞ্জ অচল করে দেয়ার হুমকি আজমীর ওসমান সমর্থকদের

প্রকাশিত: ০৮:১৬, ১১ ফেব্রুয়ারি ২০১৭

 নারায়ণগঞ্জ অচল করে দেয়ার হুমকি আজমীর ওসমান সমর্থকদের

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১০ ফেব্রুয়ারি ॥ নারায়ণগঞ্জে আজমীর ওসমান সমর্থকদের সমাবেশে জেলা যুব সংহতির আহ্বায়ক এস এম রাজা হোসেন রাজা বলেছেন, প্রয়াত নেতা নাসিম ওসমানকে নিয়ে কটূক্তি করেছেন। আজমীর ওসমানের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন। হালিম আজাদ, রাব্বিসহ সকলকে বলতে চাই সাবধান হয়ে যান। সংযত হোন। নইলে নারায়ণগঞ্জের শান্তিপূর্ণ পরিবেশ শান্ত থাকবে না। আজমীর ওসমান অর্ডার করলে শত শত ছাত্র-যুবনেতা শহীদ হয়ে যাবে। ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে নারায়ণগঞ্জ শহরকে অচল করে দেব। শুক্রবার বিকেলে চাষাড়ার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশের ব্যানারে লেখা ছিল ‘আলহাজ নাসিম ওসমানকে নিয়ে কটূক্তি ও ওসমান পরিবারের জনপ্রিয় যুবনেতা আলহাজ আজমীর ওসমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা।’ অনুষ্ঠানে সভাপতি হিসেবে কারো নাম ঘোষণা করা হয়নি। রাজা ছাড়া সেখানে বক্তব্য রাখেন নিতাইগঞ্জ ট্রাক-ট্যাংকলরি শ্রমিক কমিটির সভাপতি মাসুদুর রহমান মানিক। সমাবেশের আগে নগরীতে আজমীর ওসমানের সমর্থকরা মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে ত্বকীর বাবা রফিউর রাব্বি ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচীব কবি হালিম আজাদের বিরুদ্ধে কুৎসিত সেøাগান দেয়া হয়। মিছিল শেষে তারা শহীদ মিনারে জড়ো হয়। সমাবেশের আগে শহীদ মিনারের সামনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ত্বকীর বাবা রফিউর রাব্বির কুশপুতুল দাহ করে আজমীর ওসমান সমর্থকরা। গত ৮ ফেব্রুয়ারি বিকেলে ত্বকী হত্যার বিচারের দাবিতে শহীদ মিনারে কর্মসূচী শেষে অধিকাংশ কর্মী চলে যাওয়ার পর সাংস্কৃতিক কর্মীদের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। হামলায় সাংস্কৃতিক জোটের সভাপতি ধীমান সাহা জুয়েলসহ তিনজন আহত হন। ঘটনার পরে প্রতিক্রিয়ায় রফিউর রাব্বি বলেন, ‘ত্বকী হত্যা মামলার আসামি আজমীর ওসমান প্রকাশ্যে থাকলে এমন হামলার ঘটনা স্বাভাবিক।
×