ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মিসরের রাষ্ট্রদূতের বিলাসবহুল গাড়ি জব্দ

প্রকাশিত: ০৮:২২, ১৬ জানুয়ারি ২০১৭

মিসরের রাষ্ট্রদূতের বিলাসবহুল গাড়ি জব্দ

স্টাফ রিপোর্টার ॥ কূটনৈতিক শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার করায় মিসরের রাষ্ট্রদূতের ব্যবহৃত বিলাসবহুল রেঞ্জ রোভার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর হয়েছে। রবিবার বারিধারার এক ব্যবসায়ীর বাড়ি থেকে গাড়িটি জব্দ করা হয়। শুল্ককরসহ গাড়িটির মূল্য প্রায় ৬ কোটি টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর মহাপরিচালক ড. মঈনুল খান জানান, দুপুরে রাজধানীর বারিধারার ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর রোডের ১১ নম্বর বাড়ি থেকে গাড়িটি জব্দ করা হয়। ২০১৪ সালের সাদা রঙের রেঞ্জ রোভার গাড়িটির হলুদ নম্বরপ্লেটে লাগানো ছিল (দ ৬৮-০১৬)। হলুদ নম্বরপ্লেট প্রিভিলেজ উপার্সন ছাড়া ব্যবহার করা যায় না। ঢাকায় মিসরীয় রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জত ২০১৬ সালে শুল্কমুক্ত সুবিধায় গাড়িটি আমদানি করে অবৈধভাবে শুল্ককর পরিশোধ না করে গাড়িটি ছাড় করিয়ে নেন। এর আগে কূটনৈতিক শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার করায় ইতোমধ্যে ইউএনডিপির সাবেক আবাসিক প্রতিনিধি স্টিফান প্রিজনার, আইএলও কর্মকর্তা কিশোর কুমার সিং ও নিসকে জ্যানসনের গাড়ি জব্দ করা হয়েছে। এছাড়া উত্তর কোরিয়ার কূটনীতিক হ্যান সন ইক বিএমডব্লিউও এক্স-৫ এর মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা বিলাসবহুল রোলস রয়েস ঘোস্ট গাড়িটিও জব্দ করা হয়েছে।
×