ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম-নাজিরহাট ট্রেন বাড়ানো হবে ॥ রেলমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৬, ৭ জানুয়ারি ২০১৭

চট্টগ্রাম-নাজিরহাট  ট্রেন বাড়ানো  হবে ॥ রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম-নাজিরহাট রেলরুটে যাত্রী সংখ্যা দিন দিন বাড়ছে। অথচ কমেছে ট্রেন। বিষয়টি বিবেচনায় নিয়ে এই রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী মজিবুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের সেবা বাড়াতে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছেন। এরই অংশ হিসেবে রেলসেবার পরিধি বাড়াতে বেশকিছু কাজ চলমান রয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন মন্ত্রী মজিবুল হক। এ সময় স্থানীয় এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে ঐতিহ্যবাহী এ রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে ঘোষণা দেন তিনি। রেলমন্ত্রী বলেন, চট্টগ্রাম-নাজিরহাট রেলরুট অনেক ঐতিহ্যবাহী। ১৯৩০ সালে এ রুটে ট্রেন চলাচল শুরু হয়। ১৯৮০ সালে তৎকালীন সরকার ট্রেন চলাচল বন্ধ করে দেয়ার চেষ্টা করে। কিন্তু এলাকাবাসীর দাবি ও প্রতিবাদের মুখে ট্রেন পুরোপুরি বন্ধ করতে পারেনি। তবে সংখ্যা কমিয়ে দিয়েছে। এক সময় এ রুটে ৫ জোড়া ট্রেন চলাচল করত। বর্তমানে অনেক কম। এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিদিন অন্তত ৯টি ট্রেন দেয়ার দাবি রয়েছে। সরকারও ট্রেনের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করছে। শীঘ্রই এই রুটে নতুন ট্রেন যুক্ত হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।
×