ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ ॥ আহত ৫০

প্রকাশিত: ০৬:২৪, ২ জানুয়ারি ২০১৭

হবিগঞ্জে দুই  গ্রামবাসীর সংঘর্ষ ॥  আহত ৫০

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১ জানুয়ারি ॥ প্রভাবশালী দুই ইউপি মেম্বার ও তাদের সমর্থকদের আধিপত্য বিস্তার নিয়ে রবিবার সকালে উপজেলা বানিয়াচঙ্গের পল্লী সুজাতপুরে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সময় পুলিশের গুলিবর্ষণে আহত হয়েছে অর্ধশতাধিক লোক। তন্মধ্যে গুরুতর আহত ৩১ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংর্ঘষ নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট থানা পুলিশকে ১২ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ এবং ৩৬ রাউন্ড শর্টগানের গুলি ছুড়তে হয়। জানা যায়, ওই গ্রামের বাসিন্দা পরাজিত ইউপি মেম্বার পদপ্রার্থী এখলাছ উদ্দিন এবং বর্তমান মেম্বার গোলাপ মিয়ার মধ্যে সংশ্লিষ্ট ওই এলাকার আধিপত্য বিস্তার নিয়ে চরম বিরোধ চলছিল। এর জের ধরে ওই দিন সকাল ১১টায় উভয় পক্ষাবলম্বনকারী দু’দল সশস্ত্র গ্রামবাসী তুমুল সংর্ঘষে জড়িয়ে পড়ে।
×