ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

দশ লাশ উদ্ধার

প্রেমিকাসহ পাঁচ খুন

প্রকাশিত: ০৪:২২, ১৫ ডিসেম্বর ২০১৬

প্রেমিকাসহ পাঁচ খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ খুলনায় প্রতিপক্ষের হাতে খুন হয়েছে যুবক। শাহজাদপুরে প্রেমিক শ্বাসরোধে হত্যা করেছে প্রেমিকাকে। উখিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছে বড় ভাই। কক্সবাজারে দিনমজুরকে পিটিয়ে ও বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া বরিশালে গৃহকর্মী, কচুয়ায় এক শ্রমিক ও দুই গৃহবধূর, লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রী, নড়াইলে অজ্ঞাত, নাটোরে গৃহবধূ, সিরাজগঞ্জে বৃদ্ধ ও বাউল শিল্পী এবং রাজশাহীতে হত্যা মামলার আসামির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : খুলনা ॥ জাহিদ (২৮) নামে যুবক প্রতিপক্ষের গুপ্তির আঘাতে নিহত হয়েছে। এ সময় তার সঙ্গে বড় ভাই জাভেদকেও (৩০) কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। মঙ্গলবার রাত ৯টার দিকে মহানগরীর খালিশপুরের বঙ্গবাসীর মোড়ে এ ঘটনা ঘটে। বুধবার নিহতের মা সাহিদা এ ঘটনায় বাদী হয়ে খালিশপুর থানায় মামলা করেছেন। জানা গেছে, খালিশপুরের বঙ্গবাসীর মোড়ের নতুন কলোনির জাহিদ ও তার বড় ভাই জাভেদ মঙ্গলবার রাত ৯টার দিকে হামলার শিকার হন। বঙ্গবাসী স্কুলের মেড়ে কতিপয় অস্ত্রধারী তাদের ওপর হামলা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা জাহিদের বুকে গুপ্তি (ধারালো অস্ত্র) ঢুকিয়ে দেয় এবং জাভেদকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষাণা করেন। গুরুতর আহত জাভেদ ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শাহজাদপুর, সিরাজগঞ্জ ॥ প্রেমিকাকে শ্বাসরোধ করে হত্যা করেছে প্রেমিক। মঙ্গলবার বিকেলে খুকনি ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের আনসার আলীর কন্যা খাদিজা পারভিনকে (১৯) শ্বাসরোধ করে হত্যা করেছে তারই প্রেমিক একই এলাকার ইসমাইল হোসেনের পুত্র ইউসুব আলী। কক্সবাজার ॥ উখিয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে ছোট ভাই আনোয়ার সাদেকের ছুরিকাঘাতে বড় ভাই ছুরত আলম নিহত হয়েছে। আনোয়ার সাদেককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উখিয়ার থাইংখালী ঘোনার পাড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, কলার ছড়া বিক্রি করা নিয়ে উখিয়ার থাইংখালী ঘোনারপাড়ার জালাল আহমদের দুই পুত্রের মধ্যে বাগ্বিত-া হয়। এদিকে দিনমজুরি কাজ করে পাওনা মাত্র এক শ’ টাকা চাইতে গিয়ে মারধরে প্রাণ হারিয়েছে আবদু শুক্কুর। বুধবার রামু রাজারকুল সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত যুবক স্থানীয় মৃত মুফিজুর রহমানের ছেলে। মহেশখালীর মাতারবাড়িতে দুর্বৃত্তরা এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে। আবদু শুক্কুরের মা ছলিমা খাতুন জানিয়েছেন, তার ছেলে আবদু শুক্কুর স্থানীয় হাবিল উদ্দিনের ধানকাটার শেষে পারিশ্রমিকের ১শ’ টাকা চাইতে তার বাড়িতে যায়। ও সময় বাড়িতে টাক চাইতে যাওয়ার অপরাধ তুলে হাবিল উদ্দিন আবদু শুক্কুরকে বেদম মারধর করে। এতে আবদু শুক্কুর ঘটনাস্থলে প্রাণ হারায়। এদিকে মহেশখালী মাতারবাড়ীতে দুর্বৃত্তরা এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে। নিহত নজির আহমেদের (৫৫) বাড়ি সাতঘর পাড়ায়। বুধবার মধ্যরাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে কবরস্থানের দেয়ালের ভেতর ফেলে রাখে। বরিশাল ॥ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জাকির হোসেনের নগরীর জর্ডন রোড এলাকায় ভাড়াটে বাসা থেকে সোমবার রাতে গৃহকর্মী রাজিয়া খাতুনের (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত রাজিয়া হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর গ্রামের নুরুল ইসলাম ঢালীর কন্যা। কোতোয়ালি মডেল থানার ওসি আওলাদ হোসেন জানান, রাজিয়াকে গলায় ফাঁস দেয়া অবস্থায় এডিএমর পরিবারের সদস্যরা উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, প্রাথমিক তদন্তে বিষয়টি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কচুয়া, চাঁদপুর ॥ পৃথক ঘটনায় শ্রমিকসহ দুই গৃহবধূ আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জের ধরে সাচার ইউনিয়নের হাতিরবন্দ গ্রামের বাদশা মিয়ার স্ত্রী হাজেরা বেগম (২৩), বিতারা গ্রামের আলমাস মিয়ার মেয়ে স্বামী পরিত্যক্তা ফাতেমা বেগম (২৬) ও সাচার ইউনিয়নের বেরকোটার গ্রামের জলিল মিয়ার ছেলে শ্রমিক আলাউদ্দিন (৪০) বিষপান করে। পরিবারের লোকজন তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। লক্ষ্মীপুর ॥ রায়পুরে রোজিনা আক্তার (১১) নামে ৪র্থ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। কেরোয়া গ্রামে সুপারি বাগান থেকে উদ্ধারকৃত শিশুটির লাশের ময়নাতদন্ত মঙ্গলবার সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। নিহত রোজিনা রায়পুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বয়াতি বাড়ির মৃত. সফিক মিয়ার মেয়ে। সে স্থানীয় খাদিজাতুল কোবরা নুরানী মহিলা মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্রী। পুলিশ ও এলাকাবাসী জানায়, রোজিনা প্রতিদিনের মতো রবিবার সকালে মাদ্রাসায় যায়। এরপর আর বাড়িতে ফিরেনি। এরপর অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানাকে অবহিত করা হয়। স্থানীয় লোকজন সুপারি বাগানে বোরকা পরহিত অবস্থায় রোজিনার লাশটি দেখে পরিবারকে খবর দেয়। পরিবারের অভিযোগ, পাশবিক নির্যাতন করে দুর্বৃত্তরা শিশুটিকে হত্যার পর ঘটনা ধামা চাপা দিতে সুপারি বাগানে লাশ ফেলে যায়। নড়াইল ॥ লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের জালালসী এলাকায় নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত মৃতদেহ (৩০) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জালালসী গ্রামের আবুল হোসেনর বাড়ির এলাকায় নদীতে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন নলদী পুলিশ ফাঁড়িতে খবর দেয়। মৃতদেহটি গলা ও হাত পা রশি দিয়ে বাঁধা ছিল। অন্তত এক সপ্তাহ আগে মারা গেছে বলে মনে করছে পুলিশ। নাটোর ॥ রামনগর গ্রাম থেকে হাসি বেগম (২২) নামে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। মঙ্গলবার বিকেলে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত হাসি বেগম সদর উপজেলার তেঘরিয়া গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে ও রামনগর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। ঘটনার পর থেকে নিহত হাসি বেগমের স্বামীর পরিবারের সকলে পলাতক থাকলেও শাশুড়ি মোমেনা বেগমকে আটক করেছে পুলিশ। রাজশাহী ॥ বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাঁইপাড়া-মন্দিয়াল রাস্তার পাশ থেকে মঙ্গলবার দুপুরে ইসমাইল হোসেনের (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ইসমাইল হোসেনের পরিবারের বরাত দিয়ে বাগমারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ জানান, মঙ্গলবার সকালে এলাকার লোকজন বাড়ি থেকে ৫শ’ মিটার দূরে গাছের সঙ্গে ইসমাইল হোসেনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে থানায় বিষয়টি জানানো হলে, দুপুরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহত ইসমাইল হোসেনের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, ইসমাইল হোসেন ২০১৫ সালে সাঁইপাড়া গ্রামে সংঘর্ষে নিহত দুলাল হোসেন হত্যা মামলার আসামি। সিরাজগঞ্জ ॥ বুধবার দুপুরে তাড়াশ উপজেলায় পৃথক স্থান থেকে রফিকুল ইসলাম (৭০) নামের বৃদ্ধসহ অজ্ঞাত বাউলশিল্পীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৮নং ব্রিজের নিচ থেকে রফিকুল ইসলাম (৭০) ও সকালে নওগাঁ শাহ শরীফ জিন্দানী (র) মাজারের পাশ থেকে অজ্ঞাত বাউলশিল্পীর লাশ উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম (৭০) নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা।
×