ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পল্লী সঞ্চয় ব্যাংক বিল পাস

জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করতেই সংশোধনী ॥ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৮:২৮, ৯ ডিসেম্বর ২০১৬

জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করতেই সংশোধনী ॥ প্রধানমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ একটি বাড়ি একটি খামার প্রকল্প এবং পল্লী সঞ্চয় ব্যাংকের কাজ পাশাপাশি অব্যাহত রাখার লক্ষ্যে বৃহস্পতিবার জাতীয় সংসদে পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধন) বিল পাস হয়েছে। অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। তবে বিলটির ওপর বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যের আনা জনমত যাচাই-বাছাই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। বিলের ওপর বক্তব্য রাখতে গিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা বাংলাদেশকে সম্পূর্ণভাবে দারিদ্র্যমুক্ত করে গড়ে তুলতে চাই। এ প্রকল্পের বাইরে থাকা বিশাল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতেই বিলটিতে সংশোধনী আনা হয়েছে। তীব্র জনমতের চাপ ও ইচ্ছায় এটা আনা হয়েছে। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করার পর ফ্লোর নিয়ে প্রধানমন্ত্রী একটি বাড়ি একটি খামার প্রকল্প এবং পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠার নেপথ্যের কারণও দেশবাসীর সামনে তুলে ধরে বলেন, আমরা দেশকে দারিদ্র্যমুক্ত করতে চাই, জনগণের দল হিসেবে আমরা এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। একটি বাড়ি একটি খামার প্রকল্প এবং পল্লী সঞ্চয় ব্যাংক এ দুটোর সমন্বয় ও কার্যক্রম অব্যাহত রাখতেই বিলটিতে সংশোধনী আনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আগামী ৩০ জুনের মধ্যে এ প্রকল্পের মেয়াদ শেষ হবে। কিন্তু এখনও বিশাল দরিদ্র জনগোষ্ঠী এ প্রকল্পের বাইরে রয়ে গেছেন। এ বিশাল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতেই বিলটিতে এ সংশোধনী আনা হয়েছে।
×