ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কিডনি প্রতিস্থাপনে কোড়াইয়াকে সহায়তা করুন

প্রকাশিত: ০৫:৪৭, ২০ নভেম্বর ২০১৬

কিডনি প্রতিস্থাপনে কোড়াইয়াকে সহায়তা করুন

স্টাফ রিপোর্টার ॥ কিডনিরোগে আক্রান্ত এডুওয়ার্ড কোড়াইয়ার (৪৫) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার দু’টি কিডনিই প্রায় অকেজো হয়ে গেছে। জরুরীভিত্তিতে ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তিনি ভারতের ভেলোরে চিকিৎসাধীন আছেন। ওই হাসপাতালের চিকিৎসকদের দেয়া হিসাব অনুযায়ী এডুওয়ার্ডের চিকিৎসার জন্য প্রায় ৪৫ লাখ টাকা দরকার। কিন্তু রোগীর পরিবারের পক্ষে চিকিৎসার এই টাকা যোগাড় করা সম্ভব নয়। নাটোর জেলার বরাইগ্রাম থানার বাগবাচ্ছা গ্রামে তার বাড়ি। চিকিৎসার পেছনে ইতোমধ্যে পরিবারটির সহায়সম্বল ফুরিয়ে গেছে। টাকার অভাবে চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা। আর রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। এমতাবস্থায় এডুওয়ার্ড কোড়াইয়ার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে- ০১৭২৫৬১৬৯৬৮ ও ০১৭২০৯৩৭৩৫১ আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- এডুওয়ার্ড কোড়াইয়া, ডাচ-বাংলা ব্যাংক লিঃ, ঢাকা (অনলাইন), হিসাব নং ১৪৭.১৫১.৬৮০৯৮। বিকাশ নম্বর - ০১৯৮৫০০৯৫১৫। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×