ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

স্মরণসভায় বক্তারা

এম আর খান ছিলেন দেশের গর্ব, চিকিৎসা পেশার আদর্শ

প্রকাশিত: ০৪:১২, ১৩ নভেম্বর ২০১৬

এম আর খান ছিলেন দেশের গর্ব, চিকিৎসা পেশার আদর্শ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় অধ্যাপক এম আর খান সবার প্রিয় মানুষ। তিনি বাংলাদেশের গর্ব এবং এ দেশের চিকিৎসা পেশার আদর্শ। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তিনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তিনি চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ছাড়াও নানামুখী উন্নয়নমূলক কর্মকা-ের সঙ্গে জড়িত ছিলেন। তিনি যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শ নিয়ে নতুন প্রজন্ম এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের চিকিৎসাশাস্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছেন তিনি । চিকিৎসা পেশা একটি মানবিক সেবা। এটি তিনি কাজের মধ্য দিয়ে প্রমাণ করেছেন। তার মৃত্যুর ক্ষতি অপূরণীয়। শনিবার রাজধানীর মিরপুর শিশুস্বাস্থ্য ফাউন্ডেশন হাসপাতালের আনোয়ারা খান মিলনায়তনে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণের জন্য অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। ইনস্টিটিউট অব চাইলড হেলথ ও শিশুস্বাস্থ্য ফাউন্ডেশন এ সভার আয়োজন করে। এই দুটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জাতীয় অধ্যাপক ডাঃ এম আর খান। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাডভোকেট এ কে এম এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট প্রয়াত ডাঃ এম আর খানের একমাত্র কন্যা ডাঃ ম্যান্ডি করিম, গবর্নিং বডির ট্রেজারার ওবায়দুল কবির খান, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ এখলাসুর রহমান। তারা সকলেই মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
×