ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা, বাস চাপায় পথচারীর মৃত্যু

প্রকাশিত: ০৭:৫৩, ২৬ অক্টোবর ২০১৬

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা, বাস চাপায় পথচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনানীতে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। কুড়িলে বাস চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এছাড়া জনতা বাস চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বনানী থেকে হালিমা (২৫) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। নিহত হালিমা স্থানীয় একটি গামের্ন্টসে চাকরি করতেন। তার স্বামীর নাম মোঃ সুজন। তিনি সপরিবারে কড়াইল বৌবাজার এলাকায় ভাড়া থাকতেন। সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু ॥ মঙ্গলবার বিকেলে রাজধানীর কুড়িল ফ্লাইওভার সংলগ্ন রাস্তায় বাস চাপায় অজ্ঞাত (৩০) এক পথচারীর মৃত্যু হয়েছে। বিকেল ৪টার দিকে কুড়িল ফ্লাইওভার সংলগ্ন রাস্তা পার হচ্ছিলেন অজ্ঞাত ওই ব্যক্তি। এ সময় রাইদা পরিবহনের একটি বাস ( ঢাকা মেট্রো-ব-১১ ৮৭৮০) তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় জনতা চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
×