ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে সড়ক যখন মরণফাঁদ!

প্রকাশিত: ০৬:১৭, ১২ অক্টোবর ২০১৬

পটুয়াখালীতে সড়ক যখন মরণফাঁদ!

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ১১ অক্টোবর ॥ পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে প্রবেশের প্রধান সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানের রড বেরিয়ে আসায় আহত হচ্ছে পথচারীরা। এ ছাড়া সড়কের বিভিন্নস্থানে গর্তের সৃষ্টি হওয়ায় সড়কটি পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। প্রায়ই রিক্সা-অটোরিক্সা উল্টে যাচ্ছে। পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতাল ও গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, হাসপাতালে প্রবেশ ও বের হতে ব্যবহৃত একমাত্র সড়কটিতে গত কয়েক বছর যাবত খানাখন্দের সৃষ্টি হতে থাকে। আর,সি,সি ঢালাই ও পরে এর ওপর বিটুমিনের কার্পেটিং দিয়ে তৈরি সড়কটির রড বেরিয়ে আসায় তাতে আটকে যাচ্ছে যানবাহন,আহত হচ্ছেন পথচারী। বর্তমানে ব্যবহারে অনুপযাগী সড়কটি। ১২ ফিট প্রশস্ত ও প্রায় ১২০০ ফিট দৈর্ঘ্যরে এই সড়কটি মেরামতের জন্য হাসপাতাল কৃর্তপক্ষ স্বাস্থ্য মন্ত্রণালয়ে গত অর্থবছরে প্রয়োজনীয় বরাদ্দ চাইলেও তা পাওয়া যায়নি বলে জানান তারা। এ ছাড়া গণপূর্ত বিভাগও এই সড়কটি সংস্কারে জন্য বরাদ্দ চেয়ে ব্যর্থ হয়েছে। পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ নজরুল ইসলাম জানান, পৌর মেয়র সড়কটি সংস্কার করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এখনও কাজ শুরু হয়নি। আগামী নবেম্বরে এর কাজ শুরু হতে পারে। গত ৯ অক্টোবর হাসপাতালে জেলা স্বাস্থ্য কমিটির সভায় জাতীয় সংসদের হুইপ এমপি আসম ফিরোজ হাসপাতালের সড়কটির বেহাল দশায় চরম ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে তিনি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে আগামী দুই মাসের মধ্যে সড়ক সংস্কারে নির্দেশ দেন। পটিয়ায় আধিপত্য নিয়ে গুলিবিনিময় ॥ আহত ৪ নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১১ অক্টোবর ॥ এলাকায় আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়ায় ক্ষমতাসীন দলের দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ৪জন আহত হয়েছেন। আহতরা হলেন, উপজেলার পশ্চিম হাইদগাঁও গ্রামের রাশেদ, ওয়াসিম, আবদুল মান্নান, রানা। সোমবার রাত সাড়ে ১২টায় পশ্চিম হাইদগাঁও শাহ মুন্সীর পুকুরপাড় এলাকায় এই ঘটনা। গুলিবিদ্ধদের রাতেই পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জানা গেছে, ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার হাইদগাঁও ইউনিয়নে ক্ষমতাসীন দলের দুই পক্ষের মধ্যে বেশকিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জুলু-যুবলীগ নেতা ফয়সাল ও অপর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সাবেক ছাত্রনেতা ও বিগত ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বদরুদ্দিন জসিম। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’টি পক্ষের মধ্যে প্রায় সময় উত্তেজনা দেখা দেয়। সোমবার রাতে হিন্দু সম্প্রদায়ের শারদীয়া দুর্গা পরিদর্শনে যান সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। ওই সময় উভয় পক্ষের লোকজন মোটরসাইকেল নিয়ে শোডাউন দেন। হাইদগাঁও গ্রাম থেকে এমপি ফিরে যাওয়ার পর এক পক্ষ আরেক পক্ষকে উস্কানিমূলক বক্তব্য দিলে রাতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ৫-৬ রাউন্ড গুলিবিনিময় হয়।
×