ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গরু পাচারের গুজবে এবার বিজেপি কর্মী নিহত

প্রকাশিত: ০৫:৩৮, ২০ আগস্ট ২০১৬

গরু পাচারের গুজবে  এবার বিজেপি  কর্মী নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের কর্ণাটক রাজ্যে এক বিজেপি কর্মীকে তথাকথিত গোরক্ষকরা পিটিয়ে হত্যা করেছে। সেখানকার পুলিশ বলছে, বিজেপিরই সহযোগী উগ্র হিন্দুত্ববাদী বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দলের কর্মীরাই এই হত্যাকা-ে জড়িত। খবর বিবিসির। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৭ জনকে গ্রেফতারও করা হয়েছে। তবে বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দল এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। কর্ণাটকের পুলিশ বলছে, উদুপি জেলার বাসিন্দা প্রবীণ পূজারী বলে এক ব্যক্তি বৃহস্পতিবার নিজের একটি ছোট টেম্পোতে করে গোটা তিনেক গরু নিয়ে যাচ্ছিলেন। সেই সময়েই ২০ জনের মতো একদল পূজারী আর তার এক সঙ্গীকে আক্রমণ করে। তাঁদের অভিযোগ ছিল, পূজারী ওই গরুগুলো পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন। তাকে ঘিরে ধরে মারধর শুরু করে তারা। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় পূজারীকে। সেখানেই মারা যান তিনি। তার সঙ্গী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
×