ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শোক দিবসে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আলোচনাসভা

প্রকাশিত: ০৬:০০, ১৬ আগস্ট ২০১৬

শোক দিবসে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আলোচনাসভা

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। সভায় বিভিন্ন গ্রেডের ১৫ কর্মচারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম এবং জাতিগঠনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা একটি উন্নততর প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জাতির পিতার রাজনৈতিক আদর্শ এবং অর্থনৈতিক রূপরেখা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করেন। আলোচনাসভা শেষে গণভবন মসজিদের খতিবের পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সকল গ্রেডের কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। -আইএসপিআর বিএসএমএমইউতে ৫৬৭৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা জাতির পিতার ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘রোগীর সেবায় হই আরও যতœবান’ থিমকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) বহির্বিভাগে সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ৫ হাজার ৬ শ’ ৭৫ রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে মেডিসিন অনুষদে ৩৬৫০, সার্জারি অনুষদে ১৮৫০ এবং ডেন্টাল অনুষদে ১৭৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ এ এস এম জাকারিয়া (স্বপন), কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নœান, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন, অতিরিক্ত পরিচালক ডাঃ নাজমুল করিম মানিক, সহকারী প্রক্টর ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এসএম মোস্তফা জামান। -বিজ্ঞপ্তি
×