ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৪৯, ১২ আগস্ট ২০১৬

টুকরো খবর

পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে বৃদ্ধের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ১১ আগস্ট ॥ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে বৃহস্পতিবার ভোরে ইয়াবা বিক্রেতা রিপন মিয়াকে ধরতে পুলিশি অভিযান চালায়। এ সময় রিপনের বাবা ছাতির মিয়া পুলিশের ভয়ে পালাতে গিয়ে পাহাড় থেকে পড়ে মারা যান। ছাতির মিয়ার মৃত্যু নিয়ে তার পবিারের সদস্যরা অভিযোগ করেন বাড়িতে পুলিশ প্রবেশ করে নারী পুরুষ সবাইকে বেধরক পিটাতে শুরু করে। এ সময় রিপনের ভাই আব্দুল্লাহ ও বাবা ছাতির মিয়াকে হ্যান্ডকাপ লাগায় পুলিশ। হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পুলিশ ও এলাকার আরও কয়েকজন সন্ত্রাসী মিলে তাদের পেটায়। এক পর্যায়ে পুলিশের নির্যাতন থেকে রক্ষা পেতে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার সময় পাহাড় থেকে পরে ছাতির মিয়ার মৃত্যু হয়। পরে আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায় নিহত ছাতির মিয়ার ছেলে রিপন একজন ইয়াবা বিক্রেতা ও সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে ধরতে গেলে পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় পাহাড় থেকে পরে মারা যায় ছাতির মিয়া। আসামি ধরার সময় নির্যাতনের অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার, মৌলভীবাজার (সদর সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীন, জেলা ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টরসহ একদল পুলিশ অভিযান চালান। ভূঞাপুরে স্থায়ী আশ্রয় কেন্দ্র চান বন্যার্তরা নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১১ আগস্ট ॥ টাঙ্গাইলের ভূঞাপুরে গত কয়েক বছরের তুলনায় এবার বন্যার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে উপজেলার ছয়টি ইউনিয়নের ৮০টি গ্রাম প্লাবিত হয়েছে। স্থায়ী আশ্রয় কেন্দ্র না থাকায় রাস্তা ও উঁচু স্থানে অবস্থান নিয়ে মানুষ মানবেতর জীবনযাপন করছে। এসব অসহায় মানুষ বন্যার সময় যাতে গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও পরিবার-পরিজন নিয়ে নিরাপদ স্থানে বসবাস করতে পারে এজন্য স্থায়ী আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবি জানিয়েছেন। এদিকে যমুনার পানি কমতে থাকায় ভাঙ্গনও শুরু হয়েছে। সরকারী হিসাবে এ উপজেলায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে গাবসারা ইউনিয়ন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অর্জুনা ইউনিয়নও। এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে গোবিন্দাসী, নিকরাইল, অলোয়া ও ফলদা ইউনিয়ন। উপজেলার প্রায় ১৪১ বর্গকিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সাত হাজার ৮৫০ হেক্টর আবাদি জমিও। এছাড়াও নদী এলাকায় ৫ দশমিক ৮৮ বর্গকিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮ মাসের শিশু ধর্ষণের শিকার স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে ৮ মাসের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে তার স্বজনরা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকার মাসুদ মিয়া বাংলাবাজার গজারিয়াচালা এলাকায় মিজানের বাড়িতে প্রায় পাঁচ মাস ধরে স্ত্রী-কন্যা-পরিজন নিয়ে ভাড়া থাকেন। ওই শিশু তাদের একমাত্র সন্তান। বুধবার সকালে শিশুটিকে তার ফুপুর কাছে রেখে রান্না করতে যান মাসুদের স্ত্রী। ফুপু আবার পাশের বাড়ির সেলিম মিয়ার স্ত্রীর কাছে শিশুটি রেখে তার ঘরের ফ্যান বন্ধ করতে যান। এরপর সেলিমের স্ত্রী শিশুটিকে তার ঘরে রেখে বাইরে কাজে যান। এ সুযোগে সেলিম ওই শিশুটিকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় শিশু চিৎকার ও কান্নাকাটি শুরু করলে তার মা ও আশপাশের লোকজন এগিয়ে গেলে সেলিম ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়। তারা শিশুটির গোপনাঙ্গ (যৌনাঙ্গ) থেকে রক্ত ঝরতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হিমু হত্যা মামলার রায় রবিবার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে কুকুর লেলিয়ে বাড়ির ছাদ থেকে ফেলে হিমাদ্রি মজুমদার হিমু হত্যা মামলার রায় আগামী রবিবার ঘোষণা করা হবে। দু’দফায় পেছানোর পর এ রায় ঘোষিত হতে যাচ্ছে। এর মাধ্যমে অবসান হবে হিমুর বাবা-মায়ের দীর্ঘ প্রতীক্ষার। ২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ১০১ নম্বর বাড়ির চারতলা থেকে কুকুর লেলিয়ে হিমুকে ফেলে দেয়া হয়। ডাকাতের হামলায় নিহত ১ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ কোয়ারি এলাকায় বুধবার রাতে ডাকাতদের হামলায় বোমা মেশিনের এক ম্যানেজার খুন হয়েছে। নিহত ব্যক্তির নাম বাবলু মিয়া (৩০)। সে নীলফামারী জেলার জলঢাকা থানার ভাবনচর গ্রামের আব্দুল হামিদের পুত্র। এ সময় বাবলুর ভগ্নিপতি ও একই এলাকার জহিরুল ও কোম্পানীগঞ্জ উপজেলার ডাকাতিরবাড়ি গ্রামের ছিকন্দর আলীর পুত্র নাজিম আহত হয়েছে। তাদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, উত্তর কলাবাড়ির মৃত আব্দুল বারীর পুত্র সাহাবুদ্দিনের বোমা মেশিনের ম্যানেজার বাবলু এবং আহত অন্য দু’জন রাত সাড়ে ৯টার দিকে ভোলাগঞ্জ কোয়ারি থেকে ফিরছিল। পথিমধ্যে ১০/১২ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতদল দেশী অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। বাবলুকে নির্মমভাবে খুন করে ডাকাতদল। ডাকাতরা বাবলুর সাথে থাকা ২০ হাজার টাকা ও মোবাইল সেট লুট করে নিয়ে যায়। সংবাদ প্রকাশের পর ডা-াবেড়ি মুক্ত গৃহবধূ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১১ আগস্ট ॥ দৈনিক জনকণ্ঠে ‘ভূতের আছর অজুহাতে গৃহবধূ শিকল বন্দী’ শীর্ষক সংবাদ প্রকাশিত হওয়ার পরই অপচিকিৎসার নামে নির্যাতিত গৃহবধূ দিপালী রানীর পা থেকে খুলে দেয়া হয় লোহার ডা-াবেড়ি ও শিকল। সেই সঙ্গে তার উন্নত চিকিৎসারও ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, দৈনিক জনকণ্ঠে ৭ আগস্ট সংবাদ প্রকাশিত হওয়ার পরই গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুস সামাদ দ্রুত গৃহবধূ দিপালী রানীকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার পা থেকে ডা-াবেড়ি ও শিকল খুলে দেয়া হয় এবং বুধবার রাতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দেয়া হয়। দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবক নিহত স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের পল্লীতে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের পিতা মতিউর রহমান বৃহস্পতিবার কোতোয়ালি থানায় চারজনের নামোল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যা ৭টায় মনিরুজ্জামান মনু পাশের গ্রাম কাশিমপুর সোনাহারপাড়ায় ব্যক্তিগত কাজে যায়। এ সময় ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত আকস্মিকভাবে মনুর ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় মনুকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১১ আগস্ট ॥ ঢাকাÑচট্টগ্রাম মহাসড়কে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকার যাত্রাবাড়ী থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালায়। এ সময় মহাসড়কের উভয় পাশে গড়ে ওঠা পাঁচ শতাধিক দোকানপাট ও অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় বলে উপ-বিভাগীয় প্রকৌশলী জানান। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেনÑ সড়ক ও জনপথের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আলীউল হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির আলমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা। জেএমবি নেতাকে বেওয়ারিশ হিসেবে দাফন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত জেএমবি নেতা আনোয়ারের লাশ চারদিন পর দাফন করা হয়েছে। ছেলে জঙ্গী হওয়ায় তার মা লাশ গ্রহণ না করায় বৃহস্পতিবার দুপুরে নগরীর বোয়ালিয়া থানার হেতেমখা কবরস্থানে আনোয়ারের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করে কোয়ান্টাম ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের কর্মকর্তা এনায়েত কবির মিলন এ তথ্য জানিয়েছেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের সংগঠক মিলন বলেন, বেওয়ারিশ হিসেবেই পুলিশ তাদের কাছে আনোয়ারের লাশ হস্তান্তর করে। গত রবিবার রাতে বাগমারায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হন। মঙ্গলবার দুপুরে ছবি দেখে ওই যুবককে আনোয়ার বলে শনাক্ত করেন তার মা শুরুজ্জান বেওয়া ও তার ১৩ বছর বয়সী মেয়ে। নিহত আনোয়ার হোসেন ওরফে নাইম নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের উত্তর পারইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে। তাদের পরিবারের সবাই জঙ্গী সম্পৃক্ত। হীরা হত্যাকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১১ আগস্ট ॥ হীরা হত্যা ঘটনার দুই বছর অতিক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্বজনেরা। দুপুরে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়ে হীরার পরিবারের লোকজন এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় কান্নায় ভেঙ্গে পড়ে বক্তব্য দেন হীরার বাবা নুরুল ইসলাম, বড় বোন সীমা, দুলাভাই জাহাঙ্গীর আলম, বন্ধু সৌরভ দাস প্রমুখ। বক্তারা দ্রুত হত্যাকা-ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। উল্লেখ্য, ২০১৪ সালের ১০ আগস্ট হীরাকে প্রকাশ্যে জাকির ও তাঁর সহযোগীরা কাঁচি দিয়ে হত্যা করে পালিয়ে যায়।
×