ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিএনপির জাম্বো সাইজের কমিটি বছরের সেরা তামাশা ॥ ও. কাদের

প্রকাশিত: ০৫:২৮, ৮ আগস্ট ২০১৬

বিএনপির জাম্বো সাইজের কমিটি বছরের সেরা তামাশা ॥ ও. কাদের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বিএনপির জাম্বোজেট সাইজের কমিটি এ বছরের সেরা তামাশা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক ছাত্রী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ। ওবায়দুল কাদের বলেন, বিএনপির ৫০২ সদস্যের অগণতান্ত্রিক কমিটি দিয়ে গণতন্ত্র উদ্ধার করাটা দুঃস্বপ্নের নামান্তর। বিএনপিকে প্রশ্ন করতে চাই যে সর্বোচ্চ ৪৪৮ সদস্যের কমিটি কীভাবে ৫০২ সদস্য হলো? যারা নিজের দলের গণতন্ত্র বা সংবিধান লঙ্ঘন করে এরকম কমিটি ঘোষণা করে তারা বাংলাদেশের সংবিধান বার বার লঙ্ঘন করেছে। অগণতান্ত্রিক পদ্ধতিতে গঠিত কমিটি দিয়ে গণতন্ত্র উদ্ধার করা সম্ভব হবে না। মন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসন করেছে, বঙ্গমাতার রক্তের সঙ্গে বেইমানি করেছে, একুশে আগস্টে গ্রেনেড হামলা করে বাংলাদেশের ইতিহাসকে উল্টে দিতে চেয়েছে, তাদের সঙ্গে কীভাবে ঐক্য করব? এতো সব ঘটনার পরেও প্রধানমন্ত্রী সেদিন খালেদা জিয়াকে ফোন করে গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু তিনি (খালেদা) আসেননি। আজ কেন ঐক্যের কথা বলা হয়, কেন বাজপাখি বাংলার আকাশে বাতাসে আনাগোনা করে? এই প্রশ্নের জবাব একমাত্র খালেদা জিয়ারই জানা, কারণ এসবের জন্য তিনি দায়ী। খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ১৫ আগস্ট আমরা শোক পালন করব, আর আপনি জন্মের আনন্দে কেক কাটবেন, তাহলে ঐক্য হবে কীভাবে? তারানা হালিম বলেন, প্রধানমন্ত্রী বলেছেন জাতীয় ঐক্য হয়ে গেছে। বাংলাদেশের মানুষ জঙ্গীবাদকে কখনও সমর্থন করে না এর চেয়ে বড় জাতীয় ঐক্য আর কি হতে পারে? বিএনপির মতো দল যারা রাজাকারদের কমিটিতে রাখে তাদের সঙ্গে কীভাবে জাতীয় ঐক্য গঠন করব সেটি আমার কাছে বোধগম্য নয়। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা বাইরে শত্রু না খুঁজে নিজেদের ঘরের মধ্যে থাকা জামায়াত-শিবিরকে বিতাড়িত করুন। যে বাতাসে জামাতের কোন নেতা নিঃশ্বাস নেয় সে বাতাসে আওয়ামী লীগের কোন নেতা-কর্মী নিঃশ্বাস নিতে পারে না বলেও তিনি মন্তব্য করেন। ছাত্রলীগের ইতিহাসে এই প্রথমবারের মতো ছাত্রী সমাবেশের আয়োজন করল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
×