ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পুলিশের প্রাথমিক ধারণা নিহত জঙ্গিরা জেএমবির

প্রকাশিত: ১৯:৫৮, ২৬ জুলাই ২০১৬

পুলিশের প্রাথমিক ধারণা নিহত জঙ্গিরা জেএমবির

অনলাইন রিপোর্টার॥ রাজধানীর কল্যাণপুরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ঘণ্টার অভিযানে নিহত জঙ্গিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বর্তমান সময়ে বাংলাদেশে বিভিন্ন হামলার পর আইএসের নাম এলেও পুলিশ ও সরকারের তরফ থেকে বরাবরই বলা হচ্ছে বাংলাদেশের আইএসের কোনো অস্তিত্ব নেই। বাংলাদেশে যেসব হামলা হয়েছে সেগুলো দেশীয় জঙ্গি সংগঠনের কাজ। আজ মঙ্গলবার ভোরে কল্যাণপুরের ৫ নম্বর সড়কে ‘অপারেশন স্ট্রম ২৬’ নামে এক ঘণ্টার একটি অভিযান চালায় যৌথবাহিনী। অভিযান শেষে অভিযানের বিষয়ে ব্রিফিংয়ে আইজিপি শহীদুল হক বলেন, আইএস বলা হলেও এরা কেউ আসলে আইএস নয়। সন্দেহ করা হচ্ছে এরা জেএমবি। গুলশানের মতো বড় কোনো ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল এদের। আইজিপি বলেন, সোমবার রাত ১১টায় স্থানীয়দের সহায়তায় সেখানে অভিযান চালাচ্ছিল পুলিশ। রাত ১১ টার দিকে ৫ নং বাসা থেকে গুলির আওয়াজ পাওয়া যায়। এরপর বাসাটি ঘিরে ফেলা হয়। রাতে অভিযান চালাতে নিষেধ করা হয়। ভোরে অভিযান শুরু হলে ৯ জঙ্গি নিহত হয়।
×