ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঢাবির সাবেক ভিসি ড. আবদুল মতিন চৌধুরীর আজ মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ০৬:৪৪, ২৪ জুন ২০১৬

ঢাবির সাবেক ভিসি ড. আবদুল মতিন চৌধুরীর আজ মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদার্থ বিজ্ঞানী ড. আবদুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ১৯৮১ সালের ২৪ জুন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডঃ আবদুল মতিন চৌধুরী আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। ১৯২১ সালে লক্ষ্মীপুরের দালাল বাজারের মহাদেবপুর চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদার্থবিজ্ঞানী নোবেল পুরস্কার কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা এই সদস্য ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন। স্বাধীনতা পরবর্তী তিনি বঙ্গবন্ধুর আদর্শ, দর্শন ও কর্মসূচী বাস্তবায়নে আন্তরিক প্রচেষ্টা নিয়েছিলেন। পাকিস্তান আমলে রাজনৈতিক কারণে সরকারের বিরাগভাজন হন। বায়তুল মোকাররমে ৭ দিনব্যাপী কিয়ামুল লাইল নামাজ পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ৭ দিনব্যাপী প্রতিদিন রাত ১২টা থেকে রাত ৩টার মধ্যে কিয়ামুল লাইল নামাজ আদায় করা হবে। এ ৭ দিনে কিয়ামুল লাইল নামাজে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র কুরান শরীফ এক খতম সম্পন্ন করা হবে। আগ্রহী মুসল্লিগণকে কিয়ামুল লাইল নামাজে অংশগ্রহণ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।-বিজ্ঞপ্তি
×