ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গাড়ির নিরাপত্তায় ‘রবি ট্র্যাকার’ সেবা চালু

প্রকাশিত: ০৪:০৯, ৪ জুন ২০১৬

গাড়ির নিরাপত্তায়  ‘রবি ট্র্যাকার’ সেবা চালু

দ্রুত পরিবর্তনশীল জীবনধারায় গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে ‘রবি ট্র্যাকার’ নামে একটি ডিজিটাল সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। সেবাটির আওতায় ব্যবহারকারীরা তাদের কম্পিউটার অথবা স্মার্টফোন থেকে এই পোর্টালে লগইন করে তাদের গাড়িটি পর্যবেক্ষণ করতে পারবেন। ইউজার ইন্টারফেস ব্যবহার করে অথবা এসএমএস পাঠিয়ে গাড়ির বর্তমান অবস্থান জানতে পারবেন গ্রাহকরা। রবি ট্র্যাকার শুধু গাড়ির অবস্থান জানাবে তা নয়, ব্যবহারকারীরা এর মাধ্যমে গাড়ির গতিসীমাও নির্ধারণ করে দিতে পারবেন এবং নির্ধারিত গতিসীমা পেরিয়ে গেলে তিনি তা জানতে পারবেন। প্লাটফর্মটির মাধ্যমে জরুরী অবস্থায় এসএমএস পাঠিয়ে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিতে পারবেন গ্রাহকরা। এছাড়া ইচ্ছাকৃতভাবে ট্র্যাকারের সংযোগ বিচ্ছিন্ন করা হলে সঙ্গে সঙ্গে ব্যবহারকারীকে সঙ্কেত পাঠাবে ডিভাইসটি। জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য একটি বাটন রয়েছে, যাতে চাপ দিলে পূর্ব-নির্ধারিত প্রাপকের কাছে এসএমএস ও ই-মেইল পৌঁছে যাবে। রবি ট্র্যাকার ব্যবহারকারীরা তাদের প্রয়োজনমতো এলাকা চিহ্নিত করে রাখতে পারবেন, যার বাইরে গাড়ি গেলে তিনি এসএমএস ও ই-মেইল পাবেন। দিন-রাত ২৪ ঘণ্টা রবি ট্র্যাকারের কল সেন্টার খোলা থাকবে। ফলে যে কেউ যে কোন সময় প্রয়োজনীয় সহায়তা পেতে রবি ট্র্যাকারের হটলাইন ০১৮৪১২১২১৯৪-৯ এ ফোন করে গ্রাহকসেবা বিভাগের সঙ্গে যোগাযোগে করতে পারবেন। Ñবিজ্ঞপ্তি
×