ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

প্যারিসে হামলার মূল হোতা গ্রেফতার

প্রকাশিত: ০৮:২৫, ১৯ মার্চ ২০১৬

প্যারিসে হামলার মূল হোতা গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ ফ্রান্সের প্যারিসে ভয়াবহ হামলায় জড়িত মূল হোতা সালেহ আবদেস সালামকে শুক্রবার বেলজিয়ামের ব্রাসেলস থেকে গ্রেফতার করা হয়েছে। ব্রাসেলসের মোলেনবিক এলাকায় অভিযান চালিয়ে একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। খবর বিবিসি ও এএফপির। বেলজিয়ামের সরকারী কর্মকর্তারা বলছেন, গ্রেফতার অভিযানের সময় আবদেস সালাম আহত হয়েছেন। তিনি পায়ে আঘাত পান। আবদেস সালামকে গ্রেফতারের আগে ওই ফ্ল্যাট কিছু সময় ধরে ঘিরে রাখে পুলিশ। তবে এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি বা সংঘর্ষ হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আর আবদেস সালাম কীভাবে আহত হয়েছেন, সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি। আবদেস সালামকে গ্রেফতারের বিষয়টি খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে নিশ্চিত করেন বেলজিয়ামের অভিবাসনবিষয়ক প্রতিমন্ত্রী থিও ফ্রাঙ্কেন। পুলিশের ওই অভিযানের পর টুইটারে তিনি লিখেছেন, আমরা তাকে পেয়েছি। গত ১৫ নবেম্বরে প্যারিসে একযোগে কয়েকটি স্থানে চালানো ভয়াবহ হামলায় অন্তত ১৩০ জন নিহত হয়।
×