ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

একুশে থেকে সালামের ৩৪ কোটি আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ০৬:৫৪, ২ মার্চ ২০১৬

একুশে থেকে সালামের ৩৪ কোটি আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ দায়িত্বে থাকাকালীন বেসরকারী চ্যানেল একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রায় ৩৪ কোটি টাকা আত্মসাত করেছেনÑ এমন অভিযোগ অনুসন্ধানে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মঙ্গলবার তার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার তেজগাঁও থানায় দুদকের উপ-পরিচালক শামসুল আলম বাদী হয়ে এ মামলাটি দায়ের করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মামলা অনুমোদনের পর দুদক কমিশনার (তদন্ত) মোঃ সাহাবুদ্দিন সাংবাদিকদের বলেন, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, তিনি (আবদুস সালাম) ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাত করেছেন। ইটিভির চেয়ারম্যানের দায়িত্বপালনকালীন এ অর্থ আত্মসাত করেন। এছাড়া সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগের অনুসন্ধান বর্তমানে চলছে। সূত্র জানায়, ইটিভির বিজনেস প্রমোশন, লিগ্যাল, বিনোদনসহ বিভিন্ন খাতের ভুয়া বিল দেখিয়ে আবদুস সালাম প্রায় ৩৪ কোটি টাকা আত্মসাত করেন। দুদকের অনুসন্ধান প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে।
×