ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আজ কালো ব্যাজ ও মানববন্ধন বিটিসিএল মাস্টাররোল শ্রমিক-কর্মচারীদের আন্দোলন অব্যাহত

প্রকাশিত: ০৫:২০, ২৫ জানুয়ারি ২০১৬

আজ কালো ব্যাজ ও মানববন্ধন   বিটিসিএল মাস্টাররোল  শ্রমিক-কর্মচারীদের আন্দোলন অব্যাহত

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড বিটিসিএল (সাবেক বিটিটিভি)-এর অস্থায়ী চাকরিরত ১৮৫৭ শ্রমিক-কর্মচারীর চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টাররোল শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতি গত ১১ জানুয়ারি থেকে কর্মবিরতি-অবস্থান কর্মসূচী পালন করে আসছে। তাদের ধারাবাহিক আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে ১১ থেকে ১৩ জানুয়ারি ১০টা-২টা পর্যন্ত বিটিসিএলের বিভাগীয় কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করে। ১৮ জানুয়ারি হতে ২৪ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আঞ্চলিক কার্যালয়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচী পালিত হয়েছে। আজ ২৫ জানুয়ারি সকাল ১০টায় ইস্কাটন গার্ডেনের টেলিযোগাযোগ ভবনের সামনে এবং ঢাকার বাইরে প্রতিটি আঞ্চলিক কার্যালয়ের সামনে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচী পালন করবে। ২৪ জানুয়ারি ডিটিআর (দক্ষিণ), রমনা ঢাকার আঞ্চলিক কার্যালয়ের সামনে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। উক্ত কর্মসূচীতে সভাপতিত্ব করেন আহাম্মদ নুরুল গনি। Ñবিজ্ঞপ্তি
×