ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পাঠানকোট বিমানঘাঁটি

হামলার দায় স্বীকার পাক মদদপুষ্ট জঙ্গী গোষ্ঠীর ॥ মোদিকে নওয়াজের টেলিফোন

প্রকাশিত: ০৮:৪৭, ৬ জানুয়ারি ২০১৬

হামলার দায় স্বীকার পাক মদদপুষ্ট জঙ্গী গোষ্ঠীর ॥ মোদিকে নওয়াজের টেলিফোন

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে আরও জঙ্গী লুকিয়ে থাকতে পারে- এমন আশঙ্কায় মঙ্গলবারও চিরুনি তল্লাশি চালানো হয়। সোমবার পর্যন্ত ওই বিমানঘাঁটিতে ৬ সন্ত্রাসী ও ৭ ভারতীয় জওয়ান নিহত হয়। এদিকে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পাঠানকোটে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতকে সকল প্রকার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মঙ্গলবার শ্রীলঙ্কা সফররত নওয়াজ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে এই প্রতিশ্রুতি দেন। খবর, বিবিসি, এএফপি, ডন ও এনডিটিভির। ওদিকে পাঠানকোটের বিমানঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে হাইওয়ে স্কোয়াড নামের অচেনা এক জঙ্গীগোষ্ঠী। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, পাকিস্তানের মদদপুষ্ট ইউনাইটেড জিহাদ কাউন্সিলের অঙ্গসংগঠন ‘হাইওয়ে স্কোয়াড’ এই হামলার দায় স্বীকার করেছে। এই হামলার দায় স্বীকারের দাবি করে হাইওয়ে স্কোয়াডের কাছ থেকে একটি ই-মেইল পাওয়া গেছে বলে জানানো হয়েছে। তবে এই সংবাদটি কোন নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা যায়নি। নওয়াজ শরীফের টেলিফোন বিষয়ে মোদির দফতর এক বিবৃতিতে জানায়, পাক প্রধানমন্ত্রী টেলিফোনে পাঠানকোটের হামলা নিয়ে বিস্তারিক কথা বলেছেন। এ জন্য দুঃখও প্রকাশ করেছেন তিনি।
×