ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সঙ্কট ॥ চিকিৎসা সেবা ব্যাহত

প্রকাশিত: ০৫:৪০, ২৮ নভেম্বর ২০১৫

সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সঙ্কট ॥  চিকিৎসা সেবা ব্যাহত

সংবাদদাতা, সুজানগর, পাবনা, ২৭ নবেম্বর ॥ সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫১ বেডে উত্তীর্ণ হলেও বছরের পর বছর হাসপাতালে চিকিৎসকের স্বল্পতা ও নানাবিধ কারণে রোগীদের ভোগান্তির শেষ নেই। উপজেলার ২ লক্ষাধিক লোকের জন্য হাসপাতালে ৩০টি চিকিৎসকের পদ থাকলেও মাত্র ১১ চিকিৎসক দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চিকিৎসা সেবা। চিকিৎসক, কমকর্তা-কর্মচারীদের হাসপাতালে কোয়ার্টার রয়েছে অথচ বেশিরভাগ থাকেন বাইরে। মাত্র তিন জন চিকিৎসক কোয়ার্টারে অবস্থান করেন। কোয়াটারগুলো শূন্য থাকায় আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এখানে পুরাতন এক্স-রে মেশিন ৫০ এম.এ চালু থাকলে অধিকাংশ নতুন মেশিন ও যন্ত্রপাতি রয়েছে বাক্সবন্দী। এদের মধ্যে এ্যানেসথেসিয়া মেশিন, ও-টি টেবিল, লেবার ও চাকার টেবিল, অক্টো ক্লেফফাই প্রেসার, হট ইয়ার ওভেন, ওয়াটার বাথ, ইনক্লোভেটার, ক্লোরিমিটারসহ দামী দামী মেশিন ও যন্ত্রপাতি বাক্সবন্দী। অব্যবহারের এগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
×