ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

৫৫ জনকে সৌদিতে দাফন মিনায় প্রাণ হারানো ৯২ বাংলাদেশীকে শনাক্ত

প্রকাশিত: ০৮:৩৭, ১৫ অক্টোবর ২০১৫

৫৫ জনকে সৌদিতে দাফন মিনায় প্রাণ হারানো ৯২ বাংলাদেশীকে শনাক্ত

কূটনৈতিক রিপোর্টার ॥ সৌদি আরবের মিনায় হজ পালনকালে পদদলিত হয়ে প্রাণ হারানো এ পর্যন্ত ৯২ জন বাংলাদেশীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৭৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বুধবার পর্যন্ত তারা ৯২ জনকে বাংলাদেশী হিসেবে শনাক্ত করতে পেরেছেন, এর মধ্যে পরিচয় জানা গেছে ৭৮ জনের। এখনও ৮০ জন বাংলাদেশী নিখোঁজ রয়েছেন। আর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২১ জন। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছিলেন, বাংলাদেশী হিসেবে শনাক্ত ৫৫ জনকে সেখানে দাফন করা হয়েছে বলে সৌদি কর্তৃপক্ষ তাদের জানিয়েছে। আত্মীয়-স্বজনরা কেউ এখনও নিহত কারও লাশ দেশে ফিরিয়ে নেয়ার কথা বলেননি। সবাই সৌদি আরবে দাফনের বিষয়েই সম্মতি দিচ্ছেন বলেও তিনি জানিয়েছেন।
×