ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বরিশালে চুরির অভিযোগে শিশুকে ঝুঁলিয়ে নির্যাতন

প্রকাশিত: ২০:০৬, ১০ অক্টোবর ২০১৫

বরিশালে চুরির অভিযোগে শিশুকে ঝুঁলিয়ে নির্যাতন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মাছের আড়ৎ থেকে ৬০ হাজার টাকা চুরির অভিযোগে গভীর রাতে ১২ বছরের এক শিশুকে হাত-পা বেঁধে খুঁটির সাথে ঝুলিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুর্মুর্ষ অবস্থায় শিশু রবিউল মোল্লাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শনিবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার উজিরপুর উপজেলার প্রত্যন্ত হারতা বাজারে। এজাহারে জানা গেছে, হারতা গ্রামের মজনু মোল্লার পুত্র শিশু রবিউল পরিবারের সদস্যদের সাথে অভিমান করে বৃহস্পতিবার রাতে চাচা ইউসুফ মোল্লার হারতা বাজারের মাছের আড়তে ঘুমাতে যায়। মধ্যরাতে রবিউল প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে বের হওয়ার পর পরই স্থানীয় প্রভাবশালী মাছের আড়ৎদার সোবাহান বেপারীর পুত্র খোকন বেপারী, আজিজ আকনের পুত্র তারিক আকন, অমূল্য মালের পুত্র শ্যামল মালসহ ৫/৬ জনে রবিউলকে ধরে নিয়ে যায়। পরবর্তীতে সোবাহান বেপারীর মাছের আড়ত থেকে ৬০ হাজার টাকা চুরি করার অভিযোগ এনে রবিউলের হাত ও পা বেঁধে বাজারের একটি খুঁটির সাথে ঝুঁলিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
×