
ছবিঃ সংগৃহীত
'ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি' কুয়েত শাখার উদ্যোগে গত ৮ জুন (রবিবার) রাতে কুয়েত খাইতানে রাজধানী প্যালেস হোটেলের বলরুমে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৫ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ফারুক আনন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নাসির উদ্দীন খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবুল বাশার, আমির হোসেন মুন্সী, মোশাররফ হোসেন রিপন, আবদুল ওয়াহাব, বাংলাদেশ কমিউনিটির সভাপতি মুরাদুল হক চৌধুরী, হোসেন মোহাম্মদ আজিজ, আকবর হোসেন, শেখ নাছের, কামাল হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুর আলম মোল্লা ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়াজী।
এতে আরও উপস্থিত ছিলেন ফেনীর কুয়েত প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গসহ কুয়েত প্রবাসী বিভিন্ন সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
কুয়েত ইউনাইটেড ইন্ডিয়ান স্কুলের বাংলাদেশি ছাত্রী নোভার চমৎকার নৃত্য এবং কুয়েত প্রবাসীদের জনপ্রিয় কণ্ঠশিল্পী আশরাফুল আলমসহ অন্যান্য শিল্পীরা গান পরিবেশন করেন।
নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
ইমরান