ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সৃষ্টিশীল ছোট কাগজ

প্রকাশিত: ১২:৩৬, ৩০ আগস্ট ২০১৯

সৃষ্টিশীল ছোট কাগজ

‘অরণি’ একটি ছোটকাগজ। প্রচার সংখ্যা সীমিত। কোন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা গ্রহণ করে না। দলবাজি তো নয়ই। অরণি সকল ধর্মের মৌলবাদী ব্যতিরেকে সবারে করে আহ্বান। ছোট কাগজ- ছোট মুখে বড় কথা হলেও ধান্দাবাজি মুক্ত হয়ে আমরা চাই পাঠযোগ্য লেখা।’ এভাবেই পত্রিকাটি তাদের নীতির প্রতি অবিচল থেকে সাহিত্যের সুবাতাস ছড়িয়ে দিচ্ছে। এ সংখ্যায় কেন লিখি বিভাগে লিখেছেন, সিরাজুল ইসলাম চৌধুরী, আরেফিন বাদল, হাবীবুল্লাহ সিরাজী, খায়রুল আলম সবুজ, চপল বাশার, আলম তালুকদার, গোলাম কিবরিয়া পিনু, মোহন রায়হান, কামাল চৌধুরী, মাহমুদ কামাল, আসলাম সানী, আনোয়ার কামাল, শামীম আরা, মনি হায়দার, শিবলী মোকতাদির ও খান মাহবুব। কেন লিখি বিভাগে উল্লিখিত লেখকদের লেখালেখির এক সারল্য ভাবনার বয়ান পাওয়া যাবে। এই বিভাগের প্রত্যেক লেখকই তাঁর নিজ নিজ লেখার কারণ, কেন লিখেন, কি লিখেন তার স্ববিস্তারে ব্যাখ্যা দিয়েছেন। যা থেকে পাঠক একজন লেখকের ভাবনাকে পাঠ করবার সুযোগ পেয়ে যাবেন। সবকটি লেখায় সুখপাঠ্য, আনন্দদায়ক। এ সংখ্যায় কবিতা লিখেছেন, শাহেদ রহমান, জাহাঙ্গীর ফিরোজ, রাহমান ওয়াহিদ, সোহরাব পাশা, জাফরুল আহসান, মনজু রহমান, রেজাউদ্দিন স্টালিন, চন্দ্রশিলা ছন্দা, হাসনাত মোবারক, শহীদ আজাদ, শফি কামাল বাদল, অর‌্যণ ইমতিয়াজ, মিশুক মনজুর ও ইমতিয়াজ রুহুল। প্রবন্ধ বিভাগে আলী আহমেদ খান আইয়োব, ‘পাগলপন্থী আন্দোলনে ক্ষুদ্র জনগোষ্ঠীর ভূমিকা’ শিরোনামে লিখেছেন। সাম্যবাদী নেতা পাগল করম শাহকে নিয়ে লেখায় তিনি করম শাহের একদিকে বাউল সম্প্রদায় ভুক্ত, অন্যদিকে মুসলিম ঐতিহ্যবাহী ও সঙ্গীতাশ্রয়ী সেটাই তুলে ধরেছেন। দেশের বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট আন্দোলনে জাগরণমূলক পরিবেশ সৃষ্টিতে সঙ্গীত ছিল তাদের অন্যতম মাধ্যম। এ সংখ্যায় পশ্চিমবঙ্গের কবিদের তালিকায় রয়েছেন, অনন্ত দাশ, গৌরশংকর বন্দ্যোপাধ্যায়, তপন বন্দ্যোপাধ্যায়, সুশীল পাঁজা, আবদুশ শুকুর খান, নৃপেন চক্রবর্তী, তাজিমুর রহমান ও শংকর সাহা। এ সংখ্যায় দুটি গল্প রয়েছে। একটি লিখেছেন, রফিকুর রশীদ অন্যটি রাশেদ রহমান। মুল্যায়ন বিভাগে, আতিকুর রহমান সালু লিখেছেন ‘কবি ও মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব’ শিরোনামে। বুলবুল খান মাহবুবকে তিনি নানা মাত্রিকতায় মূল্যায়ন করেছেন। অপরদিকে সপ্তর্ষি পারভিন ‘প্রসঙ্গ : কবি মুশাররাফ করিম’ শিরোনামে তাঁর কবিতা নিয়ে মূল্যায়নধর্মী লেখাটা ভালো লেগেছে। অনুবাদ বিভাগে স ম আজাদ টেরি সুলিভানের ‘দ্বান্দ্বিক জীববিজ্ঞান : ক্যামিলা রয়োলের প্রতি জবাব’ অনুবাদ করেছেন। মার্কসবাদ এবং সমাজের সমাজতান্ত্রিক রূপান্তরের জন্য সংগ্রামে দ্বান্দ্বিকতা একটি কেন্দ্রীয় ধারণা। এই জার্নালে সাম্প্রতিক সময়ে প্রকৃতির দ্বান্দ্বিকতা এবং বিশেষ করে জীববিজ্ঞানে দ্বান্দ্বিকতার ওপর রয়োল লিখিত প্রকাশিত প্রবন্ধকে সমর্থন করা হয়েছে। দু’শ’ চল্লিশ পৃষ্ঠার এই কাগজটির পরতে পরতে নান্দকিতার আবহ লক্ষণীয়। অঙ্গসৌষ্ঠব পত্রিকাটির মানোন্নয়নে একধাপ এগিয়ে দিয়েছে। বর্তমানে ভালো মানের ছোটকাগজের বড্ড অভাব। বোদ্ধা পাঠকদের হাতে তুলে দেওয়ার মতো একটি অনন্য সুন্দর কাগজের পরতে পরতে মুগ্ধতার আবেশে ভরে আছে। সুখপাঠ্য লেখাগুলো সবার পাঠযোগ্য হোক। ‘অরণি’ তার লালিত অহংকার ‘সকল ধর্মের মৌলবাদী ব্যতিরেকে সবারে করে আহ্বান।’ এই লালিত স্বপ্ন তাদের হৃদয়ে অটুট অম্লান হয়ে জেগে থাকুক।
×