ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টিপস

প্রকাশিত: ০৫:৩৫, ১৫ অক্টোবর ২০১৮

 টিপস

মেকআপ করার আগে ও পরে মুখ ভালোভাবে পরিষ্কার করতে হবে অবশ্যই। এজন্য টোনার ব্যবহার করতে পারেন। টোনার হিসেবে গোলাপজল খুব ভাল কাজ করে। শুধু মুখে নয় বরং ঘাড় ও গলায় বেজ মেকআপ নেওয়া উচিত। লিকুইড মেকআপ নিলে ফাউন্ডেশন ত্বকের কালারের চেয়ে এক শেড হালকা নেবেন। এতে আরও উজ্জ্বল দেখাবে। ব্রাউন বা ব্ল্যাক আইশ্যাডো ও মাশকারার হালকা ব্যবহারে ভ্র‍ু আরও ঘন করে নিতে পারেন। গলার নিচের অতিরিক্ত মাংস লুকাতে পারেন ডার্ক কোন কালারের ব্লাশনের ব্যবহারে। এ ছাড়া নাকে খাড়া ভাব আনার জন্যও একইভাবে ব্যবহার করতে পারেন। গর্জিয়াস লুক আনার জন্য নাক, কপাল ও গালে হালকাভাবে হাই লাইটের ছোঁয়া দিতে পারেন।
×