ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জানা-অজানা

প্রকাশিত: ০৬:০৬, ৪ মার্চ ২০১৭

জানা-অজানা

* পৃথিবী চাঁদের তুলনায় চারগুণ বড়। চাঁদের চারপাশে একবার ঘুরে আসার সময় আর নিউইয়র্ক থেকে লন্ডনে যাওয়ার সময় একই। * চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছতে সময় লাগে দেড় সেকেন্ড। * চাঁদের পাথর গবেষণা করে দেখা গেছে, চাঁদের বয়স ৪.৬ বিলিয়ন বছর, অর্থাৎ পৃথিবীর সমান বয়সী। * চাঁদের আয়তন আর প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় সমান। * চাঁদেরও বায়ুম-ল আছে, তবে অত্যন্ত পাতলা। * চাঁদ থেকে চীনের প্রাচীর দেখা যায়Ñ এটা সত্য নয়। * ডিম ফুটে মেয়ে কুমিরছানা বের হবে, না ছেলে কুমিরছানা বের হবে, তা নির্ভর করে কুমিরের আস্তানার তাপমাত্রার উপর। তাপমাত্রা বেশি হলে ছেলে কুমিরছানা হবে আর কম হলে মেয়ে কুমিরছানা হবে। * নীলতিমি সবচেয়ে বড় প্রাণী। * একটি আফ্রিকার হাতি দিনে ৬শ’ পাউ- খাবার খায়। এই খাবার তার শরীরের ওজনের ৪ শতাংশের সমান। * সূর্য এত বড় যে, তার ভেতর অনায়াসে ১৩ লাখ পৃথিবী এঁটে যাবে। * নীল অনেকের প্রিয় রং, কিন্তু নীল রঙের কোন খাবার নেই। * একটি স্ট্রবেরিতে ২০০টি মতো বিচি থাকতে পারে এবং এটিই একমাত্র ফল যার বিচি ফলের বাইরের দিকে থাকে। উম্মে হাবিবা (অহনা) পাগলা উচ্চ বিদ্যালয় (নয়ামাটি) ৭ম শ্রেণী
×