ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীকে কুপিয়ে হত্যাচেষ্টা

আবিদুর রহমান নিপু, ফরিদপুর:

প্রকাশিত: ১২:০১, ১৩ মে ২০২৫; আপডেট: ১২:০৩, ১৩ মে ২০২৫

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীকে কুপিয়ে হত্যাচেষ্টা

ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর নিবাসী অব: পুলিশ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন এর ছেলে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও অনলাইন টিভি চ্যানেল এ ওয়ান এর প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন (৩৫) কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা রাত ১১:৩০ মিনিটে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কারা তাঁকে কুপিয়েছে এ ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইতিপূর্বেও চিহ্নিত সন্ত্রাসীরা তাঁর উপর হামলা চালিয়েছিলো বলে জানা গেছে। এ বিষয়ে থানায় মামলা রয়েছে।

আফরোজা

×