ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

গুগল ও মেটাকে গাঁজার প্রচারণা না করার আহ্বান

প্রকাশিত: ২০:০৪, ১১ মার্চ ২০২৪

গুগল ও মেটাকে গাঁজার প্রচারণা না করার আহ্বান

গুগল ও মেটা।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল রাজ্যজুড়ে লাইসেন্সবিহীন গাঁজা বিক্রেতাদের দোকান ও পণ্য সম্পর্কে প্রচার প্রচারণা না চালানোর আহ্বান জানিয়েছে গুগুল ও মেটাকে। গত ২৮ ফেব্রুয়ারি বুধবার ম্যানহাটনের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান।

হোকুল বলেন, রাজ্যজুড়ে অসংখ্য মানুষ গাঁজা ব্যবসার সঙ্গে জড়িয়ে গেছে। অথচ তারা কোনো লাইসেন্স গ্রহণ করেনি, ফলে রাজ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। আর এসব দোকানদার তাদের ব্যবসায় কার্যক্রম পরিচালনার জন্য মেটার সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দোকান নির্দেশনার জন্য গুগুল ম্যাপ ব্যবহার করে থাকে। তাই গুগুল ও মেটাকে আহ্বান করবো তারা যাতে লাইসেন্সবিহীন গাঁজা বিক্রেতাদের দোকান ও পণ্য সম্পর্কে প্রচার প্রচারণা না চালায়।

জানা গেছে, বৈধতা পাওয়ার পর নিউইয়র্কে খুব দ্রুত ছড়িয়েছে গাঁজার ব্যবসা। তবে এসব দোকানের মালিক কোনো রকম লাইসেন্স না নিয়ে ব্যবসা করায় নির্ধারিত ট্যাক্স পাচ্ছে না সরকার। সেইসাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে লাইসেন্সপ্রাপ্তরা।

মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দোকানদাররা তাদের পণ্যের প্রচার করে থাকে। সেখানে বিভিন্ন দোকানের ঠিকানা, ফোন নম্বর, রিভিউ পাওয়া যায়। যার মাধ্যমে সহজেই গাঁজার যোগান করতে পারে।

গভর্নর অফিস জানায়, বিনোদনমূলক বিক্রয়ের জন্য ২০২১ সালে গাঁজা বৈধ ঘোষণা করা হয়। বর্তমানে নিউইয়র্কে ৭৭ জন লাইসেন্সপ্রাপ্ত গাঁজা খুচরা বিক্রেতা রয়েছেন। এর বিপরীতে অবৈধ বিক্রেতা আছেন অন্তত ২ হাজার।

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার