ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সিএএ’র প্রতিবাদে দিল্লীতে দেড় হাজার নারীর সড়ক অবরোধ

প্রকাশিত: ১১:৫৪, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 সিএএ’র প্রতিবাদে দিল্লীতে দেড় হাজার নারীর সড়ক অবরোধ

ভারতে উত্তর-পূর্ব দিল্লীর জাফরাবাদের একটি গুরুত্বপূর্ণ সড়ক শনিবার রাত থেকে অবরোধ করে রেখেছেন দেড় হাজার নারী বিক্ষোভকারী। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে এই অবরোধ বলে জানিয়েছে দিল্লী পুলিশ। এদিকে রবিবার সকাল থেকে সড়কটি অবরোধমুক্ত করার প্রয়াসও চালায় পুলিশ। বিক্ষোভকারীরা ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদের ভারত বনধকেও সমর্থন করছেন। প্রসঙ্গত, সুপ্রীম কোর্ট চলতি মাসের শুরুর দিকে জানিয়েছিল, সরকারী চাকরির জন্য কোটা ও সংরক্ষণ কোনও মৌলঅধিকার নয়। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই বন্ধের আহ্বান করে ভীম আর্মি। শনিবার রাত থেকে জাফরাবাদ মেট্রো স্টেশনের কাছে অবরোধে বসেছেন প্রায় দুই শতাধিক নারী। তাদের জাতীয় পতাকা দুলিয়ে ‘আজাদি’ স্লোগান দিতে দেখা গিয়েছে। বিক্ষোভকারী এক নারী বলেন, ‘আমরা সিএএ, এনআরসি থেকে স্বাধীনতা চাই।’ –এনডিটিভি
×