ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মার্কিন ড্রোন পরিচালনা ব্যবস্থা হাতিয়ে নিয়েছে ইরান

প্রকাশিত: ০৭:৩৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 মার্কিন ড্রোন পরিচালনা ব্যবস্থা হাতিয়ে নিয়েছে ইরান

সিরিয়া ও ইরাকের আকাশে গোয়েন্দা তৎপরতায় নিয়োজিত অন্তত ৮টি মার্কিন ড্রোনের পরিচালনা ব্যবস্থা হাতিয়ে নিয়েছে ইরান। এসব ড্রোন পরিচালনায় নিয়োজিত মার্কিন নিয়ন্ত্রণ কেন্দ্রে সাইবার ব্যবস্থার মাধ্যমে ঢুকে এ কাজ করা হয়েছে। এ ছাড়া, এসব ড্রোনের মাধ্যমে মাঠ পর্যায়ে সংগৃহীত গোয়েন্দা তথ্যের ওপর নজরদারি করেছে এবং সেসব তথ্যও ইরানী বাহিনীর কাছে চলে এসেছে। এসব কথা জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বিমান মহাকাশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহ। ইরানের পশ্চিমাঞ্চলীয় নগরী হামেদান থেকে আরও জানান তিনি, সিরিয়া ও ইরাকের আকাশে অব্যাহত টহলে নিয়োজিত সাত বা আটটি ড্রোনকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে আইআরজিসি। এসব ড্রোন দিয়ে যোগাড় করা গোয়েন্দা তথ্যের ওপর নজরদারি করা হয়েছে এবং এসব তথ্য হাতিয়েও নেয়া হয়েছে বলে জানান তিনি। তিনি তার বক্তব্যের স্বপক্ষে ভিডিও ফুটেজ প্রকাশ করেন। এতে দেখা যায় মার্কিন এক উড়ন্ত ড্রোন নিয়ন্ত্রণহীনভাবে আকাশে ঘুরতে থাকে। পরে মার্কিন ঘাঁটি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে এটি অবতরণ করে। এটি সে সময়ে কাদের পরিচালনায় রয়েছে তা বুঝে উঠতে না পেরে ড্রোনটির কাছে যাওয়া থেকে বিরত থাকে মার্কিন বাহিনী । -ওয়েবসাইট
×