ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মালয়েশীয় নাগরিকদের উত্তর কোরিয়া ত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৩:৫০, ৮ মার্চ ২০১৭

মালয়েশীয় নাগরিকদের উত্তর কোরিয়া ত্যাগে নিষেধাজ্ঞা

মালয়েশীয় নাগরিকদের উত্তর কোরিয়া ত্যাগে পিয়ংইয়ং নিষেধাজ্ঞা জারি করেছে। কুয়ালালামপুর বিমানবন্দরে কিম জং-উনের সৎ ভাই কিম জং-ন্যামকে হত্যা করা নিয়ে এ দুদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা ক্রমান্বয়ে বাড়ার প্রেক্ষাপটে তারা এমন পদক্ষেপের ঘোষণা দিল। খবর এএফপির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে উত্তর কোরিয়ার সরকারী বার্তা সংস্থা কেসিএনএ জানায়, মালয়েশিয়ায় কিম জং-ন্যামকে হত্যার ঘটনার যথাযথ সমাধান না হওয়া পর্যন্ত উত্তর কোরিয়ায় অবস্থান করা মালয়েশিয়ার সকল নাগরিক সাময়িকভাবে এ দেশ ত্যাগ করতে পারবেন না। বছরের পর বছর ধরে পিয়ংইয়ং ও কুয়ালালামপুরের মধ্যে লক্ষণীয়ভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকলেও উত্তর কোরিয়ার নেতার সৎ ভাইকে হত্যার ঘটনায় তাদের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে। সিউল এ হত্যার ঘটনায় পিয়ংইয়ংকে দায়ী করে এবং কুয়ালালামপুর জিজ্ঞাসাবাদের জন্য উত্তর কোরিয়ার বেশকিছু নাগরিকের খোঁজখবর নেয়। যদিও তারা এ হত্যার ঘটনায় উত্তর কোরিয়ার কেবলমাত্র একজন নাগরিককে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদে তাকে অভিযুক্ত করার মতো কোন প্রমাণ না পাওয়ায় পরে এ নাগরিককে ছেড়ে দেয়া হয়। উত্তর কোরিয়া এখন পর্যন্ত মৃত এ ব্যক্তির পরিচয় নিশ্চিত না করলেও তারা এ ব্যাপারে মালয়েশীয় তদন্তের নিন্দা জানিয়েছে। এ ক্ষেত্রে উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়, পিয়ংইয়ংয়ের সুনাম ক্ষুণœ করার প্রচেষ্টার অংশ হিসেবে কুয়ালালামপুর এ কাজ করছে। এদিকে এ হত্যার ঘটনাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে মালয়েশিয়া উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। পিয়ংইয়ংও পাল্টা পদক্ষেপ হিসেবে মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দেয়। কেসিএনএর খবরে বলা হয়, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, মালয়েশীয় সরকার নিরপেক্ষভাবে বিষয়টি সমাধান করবে।
×