ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে ইয়েমেনী অভিবাসীদের ধর্মঘট

প্রকাশিত: ০৫:১১, ৪ ফেব্রুয়ারি ২০১৭

নিউইয়র্কে ইয়েমেনী অভিবাসীদের ধর্মঘট

শরণার্থীদের ঠেকাতে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের প্রতিবাদে নিউইয়র্কে ধর্মঘট করেছেন ইয়েমেনি অভিবাসীরা। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ২টা থেকে ছয় ঘণ্টা শহরের হাজারো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে তারা ট্রাম্পের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। খবর নিউইয়র্ক টাইমসের। গত ২৭ জানুয়ারি ট্রাম্পের ওই আদেশে যে সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, ইয়েমেন তার একটি। ধর্মঘট চলাকালে ইয়েমেনি অভিবাসীদের প্রতিটি দোকানের সামনে ট্রাম্পবিরোধী পোস্টার, প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়। পরে ব্রুকলিন বরো হলের সামনে বিক্ষোভ করেন তারা। যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের পতাকা হাতে বিক্ষোভকারীরা এ সময় ‘নো ব্যান নো ওয়াল, ইউএস ফর অল’, ‘লেট দেম ইন’- ইত্যাদি সেøাগান দেন। ১৯৯৮ ও ২০০৭ সালে ইয়োলো ট্যাক্সি চালকদের ধর্মঘটের পর গত তিন দশকে নিউইয়র্কে তৃতীয় ধর্মঘট এটি। এ ধর্মঘটে অন্য দেশের অভিবাসী এবং স্থানীয়দেরও ব্যাপক সমর্থন দেখা যায়। ওই আদেশের পর দেশেবিদেশে তীব্র সমালোচনা চলছে। ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়ার মত মিত্র দেশগুলোও যুক্তরাষ্ট্রের এ অবস্থানের বিরোধিতা করেছে। যুক্তরাজ্যে ট্রাম্পের সফর ঠেকাতে দশ লাখের বেশি মানুষ একটি পিটিশনে সই করেছেন। জাতিসংঘ বিশেষজ্ঞরা ট্রাম্পের এ ভ্রমণ নিষেধাজ্ঞাকে ‘বেআইনী’ আখ্যা দিয়েছেন।
×