ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চীনের ডুবোজাহাজের সন্ধানে ভারত-মার্কিন সহযোগিতা

প্রকাশিত: ০৩:৩৮, ২২ জানুয়ারি ২০১৭

চীনের ডুবোজাহাজের  সন্ধানে ভারত-মার্কিন  সহযোগিতা

আরব সাগর এলাকায় চীনা ডুবোজাহাজের সন্ধানে ভারত ও যুক্তরাষ্ট্র একত্রে কাজ করছে। ভারতের বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা একথা জানায়। ভারত চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) ধারণা সমর্থন করে না। সিপিইসি পাকিস্তানের গাওয়াদার বন্দর দিয়ে কাজ করবে। আরব সাগর ও পারস্য উপসাগরের মধ্যে সামরিক গুরুত্বপূর্ণ স্থানে বন্দরটির অবস্থান। স্ট্যান্ডার্ড জানায়, এ্যাডমিরাল হ্যারিস প্রথমবারের মতো স্বীকার করেছেন যে, ভারত ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভারত মহাসাগরে যৌথভাবে চীনা নৌবাহিনীর জাহাজের গতিবিধির ওপর নজর রাখছে। চীনা সাবমেরিনের গতিবিধি চিহ্নিত করার জন্য সক্ষমতা বাড়াতে ওয়াশিংটন দিল্লীর কাছে বোয়িং পি-৮১ পসিডন মাল্টিমিশন মেরিটাইম এয়ারক্র্যাফট বিক্রির ব্যাপারে ছাড়পত্র দিয়েছে। এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ডুবোজাহাজ শিকারী বিমান। খবর ডন অনলাইনের। এ্যাডমিরাল হ্যারিস ভারত মহাসাগরে চীনা ডুবোজাহাজের চলাচলকে একটি সুস্পষ্ট ইস্যু হিসেবে উল্লেখ করে বলেন, আমরা ভারতের নজরদারির সক্ষমতা বাড়াতে ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমি বেশি কিছু বলতে চাই না, তবে ভারত মহাসাগরে চীনা সাম্প্রতিক জাহাজের গতিবিধির ব্যাপারে আমরা তথ্য বিনিময় করছি। আরব সাগরে মালাবার প্রণালীতে ডুবোজাহাজ বিধ্বংসী ব্যাপক ত্রিদেশীয় মহড়া হয়েছে। প্রতিবছর যুক্তরাষ্ট্র, ভারত ও জাপানের নৌবাহিনী এখানে মহড়ায় অংশ নেয়।
×