ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সিরিয়ার অস্ত্রবিরতি ভেঙ্গে পড়ার পর মাথাচাড়া দিয়ে ওঠে বৈরিতা

তলানিতে রুশ-মার্কিন সম্পর্ক

প্রকাশিত: ০৪:২৩, ১৬ অক্টোবর ২০১৬

তলানিতে রুশ-মার্কিন সম্পর্ক

রাশিয়ার টেলিভিশন পাশ্চাত্যকে পরমাণু অস্ত্রের হুমকি দিচ্ছে, ক্রেমলিন এক নিরস্ত্রীকরণ চুক্তি স্থগিত রেখেছে এবং সেনাবাহিনী মার্কিন জেটকে গুলি করে নামানোর হুমকি দিচ্ছে। রাশিয়া ও পাশ্চাত্যের সম্পর্কের আবারও অবনতি ঘটার মধ্যে মস্কোর বাগাড়ম্বরও বেড়ে চলেছে। মস্কোভিত্তিক গবেষণা সংস্থা পলিটিক্যাল এক্সপার্ট গ্রুপের প্রধান কনস্তান্তিন কালাচেভ এএফপিকে বলেন, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের এবং সাধারণভাবে পাশ্চাত্যের সম্পর্কের এমন অবনতি ঘটেছে যে, এর আরও অবনতি ঘটা কঠিন। কিন্তু এটি এমন হওয়ার কথা ছিল না। মাত্র এক মাসেরও সামান্য বেশি সময় আগে মস্কো ও ওয়াশিংটন সিরিয়াতে অস্ত্রবিরতি পুনরুজ্জীবিত করতে এক চুক্তি সই করে। ক্রেমলিন জিহাদীদের বিরুদ্ধে সমন্বিত হামলা চালানোর পথ উন্মুক্ত করতে যুক্তরাষ্ট্রকে রাজি করিয়ে দৃশ্যত এক কৌশলগত বিজয় অর্জন করে। কিন্তু ক্রেমলিন ও হোয়াইট হাউস সিরিয়ায় পরস্পরবিরোধী পক্ষগুলোর সমর্থক হওয়ায় তারা বিরোধের অবসান ঘটিয়ে বন্ধুত্বপূর্ণ আচরণ শুরু করতে পারে কিনা, তা নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। এ সন্দেহ যথার্থই প্রমাণিত হলো। শীঘ্রই অস্ত্রবিরতি ভেঙ্গে পড়ে এবং সহিংসতা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হিংস্র বৈরিতাও মাথাচাড়া দিয়ে ওঠে। ওয়াশিংটন সিরিয়া প্রশ্নে ক্রেমলিনের সঙ্গে আলোচনা স্থগিত রাখে; মস্কো অস্ত্র তৈরির উপযোগী পুøটোনিয়াম অপসারণ সম্পর্কিত এক চুক্তি বাতিল করে; পাশ্চাত্য বিদ্রোহী অধিকৃত পূর্ব আলেপ্পোতে নৃশংস হামলা চালিয়ে সম্ভাব্য যুদ্ধাপরাধ সংঘটনের দায়ে সিরিয়া ও রাশিয়াকে অভিযুক্ত করে। তারপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করতে আমেরিকান প্রতিষ্ঠানগুলোর ওপর হ্যাকিং চালানোর দায়ে মস্কোকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করে। কার্নেসি মস্কো সেন্টারের আলেকজান্ডার বাওনভ বলেন, রাশিয়া আরও অনেকদূর এগিয়ে গিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের এক স্থানীয় বিরোধকে বৈশ্বিক রূপ দেয়। প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন প্লুটোনিয়াম চুক্তি স্থগিত করার সময় এটি পুনরায় বলবত করার কয়েকটি শর্ত আরোপ করেন; ওয়াশিংটনকে পূর্ব ইউরোপ থেকে বাহিনী সরিয়ে নিতে হবে। রুশদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং মস্কোকে ক্ষতিপূরণ দিতে হবে। বিশিষ্ট রুশ টিভি উপস্থাপক পকদিমিত্রি কিসেলিওভ রবিবার রাতের সাপ্তাহিক অনুষ্ঠানে সতর্ক করে দেন যে, রাশিয়ার অভিমুখে পাশ্চাত্যের যে কোন আগ্রাসনের ‘পরমাণু’ তাৎপর্য থাকবে। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কনাশেঙ্কভ ওয়াশিংটনের উদ্দেশে সতর্কবাণীতে বলেন, মস্কো সিরিয়ায় নতুন নতুন প্রতিরক্ষা-ব্যবস্থা গড়ে তোলায় যে কোন অপরিচিত উড্ডীয়মান বিমানের জন্য ‘আকস্মিক ঘটনা’ না ঘটতে পারে। রুশ কর্তৃপক্ষ জানায়, প্রায় ৪ কোটি লোক ভবন ছেড়ে অন্যত্র চলে যাওয়া এবং অগ্নি সতর্কতাসহ বেসামরিক প্রতিরক্ষা মহড়ায় অংশ নিচ্ছে। সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ বিশ্ব এক বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করে দেন। তিনি ঠা-া লড়াই অবসানে সহায়তা করেছিলেন। ভাষ্যকার জর্জি বভত গেজেতাডট আরইউ আউটলেটে লিখেছেনÑ আধুনিক সময়ের রাশিয়া পাশ্চাত্যের সঙ্গে সংঘাত নতুন করে বেড়ে যাওয়ার পরিস্থিতির জন্য প্রধানত মনস্তাত্ত্বিকভাবে আরও প্রস্তুত। -এএফপি বিরাট সাইবার হামলার হুমকি যুক্তরাষ্ট্রের ॥ নিউইয়র্ক পোস্ট জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কার্যত হস্তক্ষেপের জবাবে ওবামা প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে এক বিশাল সাইবার যুদ্ধ শুরু করার হুমকি দিচ্ছে। ভাইস প্রেসিডেন্ট এনবিসি নিউজ ফ্রাইডেকে বলেন যে, আমরা রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কাছে এক বার্তা পাঠাচ্ছি এবং ব্যাপকভিত্তিক ‘গোপন’ সাইবার তৎপরতা চালানো হবে। বাইডেন বলেন, আমরা এক বার্তা পাঠাচ্ছি। তিনি বলেন, আমাদের সেটি করার সামর্থ্য রয়েছে। সেটি আমাদের পছন্দমতো সময়ে এবং সবচেয়ে বেশি ফলদায়ক হয় এমন পরিস্থিতিতে চালানো হবে। তিনি ‘মিট দ্য প্রেস’ এর সঙ্গে এক সাক্ষাতকার দিচ্ছিলেন। এটি রবিবার সম্প্রচারিত হওয়ার কথা।
×