ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

‘মোয়ে মোয়ে’ রিলস দেখছেন? এর অর্থ জানলে অবাক হবেন 

প্রকাশিত: ১৭:৩৫, ২৯ এপ্রিল ২০২৪

‘মোয়ে মোয়ে’ রিলস দেখছেন? এর অর্থ জানলে অবাক হবেন 

‘মোয়ে মোয়ে’ রিলস, শর্টস কিংবা টিকটক ভিডিও দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না

‘মোয়ে মোয়ে’ রিলস, শর্টস কিংবা টিকটক ভিডিও দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।  মাঠে ক্যাচ মিস। দর্শকের মাথায় হাত। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘মোয়ে মোয়ে’। কেউ হয়ত কাউকে বোকা বানাল। অবাকদৃষ্টিতে চেয়ে রয়েছে সে। ব্যাকগ্রাউন্ডে ‘মোয়ে মোয়ে’। এমনই ভিডিও, মিমে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। কিন্তু ‘মোয়ে মোয়ে’ কথার অর্থ কী? কোথা থেকে এল এই গান?

‘মোয়ে মোয়ে’ ইন্টারনেটের লেটেস্ট ট্রেন্ড। এটা মূলত সার্বিয়ান গান। আকর্ষণীয় সুর আর মজাদার কথা। প্রথমে টিকটকে ভাইরাল হয়। তারপর ছড়িয়ে পড়ে প্রায় সমস্ত সোশ্যাল মিডিয়ায়। এই সুর থেকেই তৈরি হয়েছে অগণিত মিম, প্যারোডি এবং রিলস। নেটিজেনরা কার্যত মেতে রয়েছেন ‘মোয়ে মোয়ে’ ট্রেন্ডে।

কোথা থেকে এল ‘মোয়ে মোয়ে’: মূল সার্বিয়ান গানে কিন্তু ‘মোয়ে মোয়ে’ শব্দটা নেই। বরং সেখানে রয়েছে ‘ময় মোরে’। ভারতে সেটাকেই একটু অদল বদল করে ‘মোয়ে মোয়ে’ করে দিয়েছে নেটিজেনরা। যাইহোক সার্বিয়ান এই গানের নাম ‘ডেজনাম’। গানটি গেয়েছেন সার্বিয়ান গায়িকা তেয়া ডোরা। ইউটিউবে ৫ কোটিরও বেশি ভিউ হয়েছে এই গানের। রিলস তৈরি হয়েছে আরও বেশি।

 

এবি

×