ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সিনেমার নাম ভূমিকায় ফারজানা সুমি

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৭, ৫ মে ২০২৪

সিনেমার নাম ভূমিকায় ফারজানা সুমি

.

প্রজন্মের মডেল অভিনেত্রী ফারজানা সুমি। মুক্তির অপেক্ষায় তার অভিনীত সিনেমাজলরঙ এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে নির্মাতাদের আলোচনায় চলে এসেছেন তিনি। সম্প্রতি নতুন একটি সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন।

সিনেমাটির নামআতরবিবি লেন এটি পরিচালনা করছেন মিজানুর রহমান লাবু। সিনেমাতে ফারজানা সুমির বিপরীতে অভিনয় করেছেন গোলাম মুস্তফা প্রকাশ। সিনেমাটির কাহিনি, সংলাপ এবং চিত্রনাট্যও করেছেন নির্মাতা নিজেই। টাইমস মিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটির শূটিং শেষে ডাবিং শুরু হয়েছে। ফারজানা সুমি বলেন, ‘আতরবিবি লেনসিনেমার নাম ভূমিকায় অভিনয় করে অসাধারণ ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। এই চরিত্রের জন্য আমাকে অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। পুরো সিনেমাতে উঠে এসেছে আতর বিবির সংগ্রামী জীবন। তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনাকে এক সুতোয় বেঁধে নির্মাতা এগিয়ে নিয়েছেন এই সিনেমার কাহিনি। নির্মাতার চাহিদা অনুযায়ী অভিনয়ের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার বিশ্বাস এটি দর্শকের ভালো লাগবে।

নির্মাতা সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও দৌলতদিয়া যৌনপল্লী, রাজবাড়ী, গোয়ালন্দ, ফরিদপুরসহ বিভিন্ন স্থানে সিনেমাটির শূটিং হয়েছে। এতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্ত প্রমুখ। জানা গেছে, আগামী ঈদ কিংবা ঈদ পরবর্তী কোনো সুবিধাজনক সময়ে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে।

 

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার