ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শারদীয় নাট্যোৎসব

প্রকাশিত: ১২:২৬, ২৬ সেপ্টেম্বর ২০১৯

শারদীয় নাট্যোৎসব

নাটক সমাজকে বদলায় নাকি বদলে যেতে থাকা সমাজ নাটকের পালা বদল দেখে আশাহত হয়ে মুখ ফিরিয়ে নেয়, সেটা একটা মাস্টার্স কিংবা পিএইচডির রিসার্চের বিষয়। কিন্তু বাস্তবতা হলো মঞ্চমায়া শেষ পর্যন্ত মানবতারই জয়। বিপন্ন মানুষকে বাঁচার কথা, ঘুরে দাঁড়াবার কথা, সাহস নিয়ে এগিয়ে সুন্দর ভবিষ্যত নির্মাণের কথা শেষ পর্যন্ত মঞ্চের পাদপ্রদীপের আলোয় মঞ্চাভিনেতা-মঞ্চাভিনেত্রীরাই বলে যায়। আর কে না জানে, আলো জ্বললেই আঁধার ফিকে হয়ে যায়। নইলে স¤্রাট আকবরের প্রধান সেনাপতি রাজা মানসিংহের স্মৃতি বিজরিত গঙ্গাসাগরতটে অবস্থিত শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণে ১৯৯৫ সালে লায়ন চিত্তরঞ্জন দাস নির্দেশিত অভিনীত নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে যে শারদীয় নাট্যোৎসবের সূচনা, সেখানে ২০১৫ সালে লিজেন্ড অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের ‘কোকিলারা’ নাটক মঞ্চায়ন এক অর্থে আঞ্চলিক উৎসব আয়োজনের জাতীয় করণের প্রাক কথন। আর এবার তো ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত মোট ৫ দিনে ১০টি নাট্যদলের ১০টি নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে সাড়ম্বরে শারদীয় নাট্যোৎসবের এক বিশাল আয়োজন। আরও বড় কথা ব্যক্তিত্ব গড়ে তুলতে ব্যক্তিত্বের লক্ষ্য নির্ধারণ। সবুজবাগ-রাজারবাগে অভয় বিনোদিনী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামনে এক বছর কালব্যাপী লক্ষ্য নির্ধারণ করা হয়। নিয়মিত ক্লাসে উপস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরিধান, পরীক্ষায় আশানুরূপ সফলতা, সাংস্কৃতিক দক্ষতা, এলাকা পরিচ্ছন্নতায় অংশগ্রহণ প্রভৃতি কাজে সফলতার মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের বিবেচনায় বেস্ট স্টুডেন্টের গলায় পরিয়ে দেয়া হবে উত্তরীয়, হাতে তুলে দেয়া হবে ক্রেস্ট আর পড়াশোনার উপকরণ ক্রয়ের প্রণোদনাস্বরূপ বেস্ট স্টুডেন্টের বাবা-মায়ের হাতে তুলে দেয়া হবে পুরস্কার সম্মানী নগদ পঁচিশ হাজার টাকা। এই পুরস্কারের নাম ফেরদৌসী মজুমদার বেস্ট স্টুডেন্ট এ্যাওয়ার্ড ২০১৯। এই এ্যাওয়ার্ড বেস্ট স্টুডেন্ট এবং তার মা-বাবা গ্রহণ করবেন ৪ অক্টোবর বিকেলে মাননীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, বিশ্ব আইটিআই সম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, শারদীয় নাট্যোৎসবের প্রবক্তা লায়ন চিত্তরঞ্জন দাসের মতো ব্যক্তিত্বদের উজ্জ্বল উপস্থিতিতে স্বয়ং অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের হাত থেকে, নাট্যোৎসবের উদ্বোধনী আয়োজনে। আয়োজনের বাস্তবতা বোঝায়, নাটক এবং নাটকের মানুষেরা পারে নির্মল সমাজ বির্নিমাণের অংশ নিতে। উদ্বোধন, পদক প্রদান এবং নাট্য আলোচনা দিয়েই নাট্যোৎসবের প্রথম পর্বের আয়োজন। আয়োজনের দ্বিতীয় পর্বে প্রতিদিন দুটি করে ৫ দিনে মোট ১০ নাটক। বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্যদল থিয়েটার উদ্বোধনী শোতে করবে সৈয়দ শামসুল হকের কাব্য নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। সাপ যেমন সাপুড়ের জন্যও শেষ পর্যন্ত আশঙ্কার তেমনি মাতব্বরের প্রশ্রয় পাওয়া শত্রুরাও কতটা মুখোশধারী সে কথা উন্মোচন করবেন মাতব্বরের মেয়ে হয়ে অভিনেত্রী ত্রপা মজুমদার। দর্শক দেখবে, ফেরদৌসী মজুমদারের অভিনয় ঐতিহ্যকে বর্তমান বাস্তবতায় মঞ্চে আগুন ফলবতী হয় কিভাবে ঝলসিয়ে রোশনাই ছড়াচ্ছে অভিনেত্রী ত্রপা মজুমদার। মনিপুরী থিয়েটারের জ্যোতি সিন্হা তারপর মাইকেলের তেজঃস্বীনা নারী হয়ে বলে যাবে বঞ্চনার কাব্যগাঁথা। দ্বিতীয় দিনে নাট্যকার নির্দেশক মাসুম রেজার নিত্য পুরান বুঝিয়ে দেবে, তাঁর কাছে প্রেম এবং প্রত্যাখ্যান কেন এবং কিভাবে গুরুত্বে সমান অংশীদার। জয়িতা মহলানবিসের কালিদাস আত্মঘাতী প্রেরণায় জ্বলবে এবং প্রজ্বলিত করবে। তৃতীয় দিনে, ময়ূর সিংহাসন নাটকে অভিনেতা মামুনুর রশীদ অভিনয় শিল্পের মহাকাব্যিক নায়ক হয়ে বিভক্তির জাল ক্ষয়িষ্ণু তরবারি দিয়ে ছিন্ন করতে করতেও উঠে দাঁড়াবার শেষ চেষ্টা চালিয়ে যাবে। স্বপ্নদলের জাহিদ রিপনের জাদুর প্রদীপ, আলিফ লায়লাকে মনে করিয়ে দেবে। ৪র্থ দিনে নাগরিক নাট্যাঙ্গনের বাংলা আমার বাংলা ও সেই সব দিনগুলোতে হৃদি হক মঞ্চে ফিরিয়ে আনবে। শেখ সাদীখ্যাত অভিনেতা এইচ আর অনিক তন্ত্রমন্ত্র উচ্চারণ করে বোঝাবে, রোগী-ডাক্তার ভাই ভাই, বোঝার মতো বুদ্ধি চাই। সমাপনী দিনে বহুবচন অনিকেত সন্ধ্যা নাটকে আত্ম জিজ্ঞাসায় বোঝাবে, পাখী যদি গোধূলী বেলায় নীড়ে ফিরতে পারে তবে বৃদ্ধ-বৃদ্ধাদের অন্তিমকালে কেন গৃহ ছেড়ে বৃদ্ধাশ্রমে যেতে হবে। নাট্যফৌজের এজন মুন্সীর পোস্টার নাটকে সুস্থ সমাজ নির্মাণের পথ দেখাবে। নাটকগুলোর বক্তব্যের মূল্যায়নে বিপন্নতাকে উত্তরনের কথা বিবৃত বলেই শারদীয় নাট্যোৎসবের এবারের স্লোগান ‘মঞ্চমায়ায় মানবতার জয়।’ মানবতার জয়ের লক্ষ্যে শারদীয় নাট্যোৎসবের প্রবক্তা ও আহ্বায়ক লায়ন চিত্তরঞ্জন দাস বলেন, শারদীয় উৎসবে আসবেন, দীঘির পাড়ে শীতল হবেন, নাটক উপভোগ করবেন আর কাটারি ভোগের চালের খিচুড়ি খাবেন। হাতে সময় থাকলে বসে খাবেন, ব্যস্ততা থাকলে প্যাকেটে নিয়ে যাবেন। কিন্তু আসবেন। আসলেই নাট্যোৎসব আয়োজন সার্থক হবে।
×