ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রাঙ্গণেমোরের ‘দাঁড়াও, জন্ম যদি তব বঙ্গে’ নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ০৯:১৭, ২৫ জুন ২০১৯

প্রাঙ্গণেমোরের ‘দাঁড়াও, জন্ম যদি তব বঙ্গে’ নাটকের মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ বাংলা সাহিত্যের অন্যতম প্রবাদ প্রতিম পুরুষ মাইকেল মধুসুদন দত্ত। এই মহান সাহিত্যিকের শেষ জীবনের কাহিনী অবলম্বনে বিশেষ প্রযোজনা মঞ্চে এনেছে বাংলাদেশের প্রথমসারির নাট্য সংগঠন প্রাঙ্গণেমোর। প্রযোজনাটির নাম ‘দাঁড়াও, জন্ম যদি তব বঙ্গে’। দলসুত্রে জানা গেছে আগামী ২৯ জুন সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলী রোডের মহিলা সমিতি ভবনের ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হবে। ‘দাঁড়াও জন্ম যদি তব বঙ্গে’ নাটকটি রচনা করেছেন তরুণ নাট্যকার অপূর্ব কুমার কুন্ডু। নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন অনন্ত হিরা, রামিজ রাজু, শুভেচ্ছা রহমান ও আল-আভী জাহান তুসি। এছাড়া নাটকটির মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ, সঙ্গীত পরিকল্পনা করেছেন রামিজ রাজু ও আলোক পরিকল্পনা করেছেন আহমেদ সুজন। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নাট্যদল প্রাঙ্গণেমোরের নন্দিত প্রযোজনা মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে রচিত ‘দাঁড়াও জন্ম যদি তব বঙ্গে’। নাটকটির মঞ্চায়ন প্রসঙ্গে ‘দাঁড়াও জন্ম যদি তব বঙ্গে’ প্রযোজনার নিদের্শক অনন্ত হিরা বলেন ‘বাংলা ভাষার প্রথম নাটক ‘শর্মিষ্ঠা’ রচনা যাঁর, বাংলা ভাষার প্রথম ‘রত্নাবলী’ নাটক অনুবাদের কৃতিত্ব যাঁর, বাংলা ভাষার প্রথম প্রহসন রচনার কৃতিত্ব যাঁর, বাংলা ভাষার প্রথম ট্র্যাজেডি নাটকের রচয়িতা যিঁনি, বাংলা ভাষার প্রথম অমিত্রাক্ষর ছন্দে মহাকাব্য রচনা যাঁর, বাংলা ভাষার বই উৎসর্গ করা রীতির প্রবর্তক যিঁনি, বাংলা ভাষার প্রথম পত্রকাব্য রচনা যাঁর, বাংলা ভাষার প্রথম সনেট অথবা চতুর্দশপদী কবিতার রচয়িতা যিঁনি, তাঁকে নিয়ে এ নাট্য প্রযোজনা ও দর্শন বাংলা নাটকের যে কোনো প্রয়োগকর্তার দাঁয়। আশা করি পুর্নমঞ্চায়নে নাটকটি দর্শকদের আনন্দ দেবে।
×