ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মনিরুজ্জামান মুন্না

তুমি আসবে বলে

প্রকাশিত: ০৬:৪২, ২ জুন ২০১৬

তুমি আসবে বলে

টুকু মজনিউলের রচনা এবং লুৎফুন নাহার মৌসুমীর পরিচালনায় প্রতিদিনের ধারাবাহিক ‘তুমি আসবে বলে’ প্রচারিত হচ্ছে একুশে টেলিভিশনে। একজন নারীর একাকিত্ব এবং পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, ঈশানা, মানস বন্দ্যোপধ্যায়, লায়লা হাসান, শাহেদ শরীফ খান, শানু, মুনমুন আহমেদ, নাজনীন চুমকীসহ আরও অনেকে। ধারাবাহিকটি একুশে টেলিভিশনে প্রতিদিন রাত ৯টা ৩০মিনিটে নিয়মিত প্রচারিত হচ্ছে। মাহিনকে ছেড়ে আমেরিকা প্রবাসী পাত্রকে নিজের স্বামী হিসেবে কোনভাবেই ভাবতে পারে না শশী। তাই হাজার প্রতিকূলতা উপেক্ষা করে মফস্বল ছেড়ে ঢাকায় মাহিনের মেসে এসে হাজির হয় শশী। কিন্তু শশীকে প্রচ- ভালবাসলেও গরিব বাবা-মার বেকার সন্তান মাহিন কোনভাবেই শশীকে গ্রহণ করতে চায়নি। বাড়ি থেকে পালিয়ে আসা শশী সিদ্ধান্ত নেয় বাড়ি ফিরে যাবে না। নিরুপায় শশীকে বোনের বাসায় আশ্রয় দেয় পূর্ব পরিচিত উচ্ছ্বাস। কিছুদিন পর উচ্ছ্বাসের বোনের প্রস্তাবে শশী বিয়ে করে উচ্ছ্বাসকে। বিয়ের পরপরই উচ্ছ্বাসের আসল পরিচয় বেরিয়ে আসে শশীর কাছে। শেষমেশ ঘটনাচক্রে বেরিয়ে আসে যে, শশী উচ্ছ্বাসের দ্বিতীয় স্ত্রী। নাটক প্রসঙ্গে নির্মাতা লুৎফুন নাহার মৌসুমী জানান, প্রতিদিন রাত ৯-৩০ মিনিট থেকে একুশে টিভিতে প্রচারিত হচ্ছে এই নতুন ধারাবাহিক নাটকটি। তিনি আরও জানান, একেবারে ভিন্ন ঘরানার গল্প নিয়ে অনেকটা চ্যালেঞ্জ নিয়েই এই ধারাবাহিক নাটকটি নির্মাণ করা হয়েছে। তিনি জানান, সপ্তাহের ছয়দিন ধারাবাহিক এ নাটকটি একুশে টিভির পর্দায় নিয়মিত দর্শকরা দেখতে পাবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইশানা বলেন, নাটকের গল্প, আমার চরিত্র এবং মৌসুমী আপুর নির্মাণশৈলী আমার কাছে এককথায় খুব ভাল লেগেছে। দর্শকের কাছে বিশেষভাবে অনুরোধ করব নাটকটি দেখার জন্য। আশা করি অনেক ভাল লাগবে নাটকটি।
×