ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তানভীর মোকাম্মেলের কবিতা পাঠের আসর

প্রকাশিত: ০৫:৫২, ৩ আগস্ট ২০১৫

তানভীর মোকাম্মেলের কবিতা পাঠের আসর

স্টাফ রিপোর্টার ॥ দেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল। ‘স্মৃতি একাত্তর’, ‘নদীর নাম মধুমতি’, ‘অচিন পাখি’, ‘লাল সালু’, ‘জীবন ঢুলি’সহ অনেক সফল চলচ্চিত্র পরিচালনা করে সবার মনে এক বিশেষ জায়গা করে নিয়েছেন। চলচ্চিত্র ছাড়াও কবিতার অঙ্গনেও রয়েছে তাঁর পদচারণা। লিখেছেন বহু কবিতা। তাজউদ্দীন আহমদকে নিয়ে ‘তাজউদ্দীন আহমদ : নিঃসঙ্গ সারথি’ শীর্ষক একটি ডকুমেন্টারি তৈরির পাশাপাশি তাঁকে নিয়ে একটি কবিতাও লিখেছেন। মুক্তিযুদ্ধের সময় একটি মাত্র শার্ট পরতেন তাজউদ্দীন আহমদ। ‘বেদনায় বিদীর্ণ’ সেই শার্টটি নিয়ে তিনি লিখেছেন কবিতা। বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট মিলনায়তনে শনিবার সন্ধ্যায় তানভীর মোকাম্মেলের কবিতা নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে কবিদের সংগঠন ‘প্ল্যাটফর্ম’। অনুষ্ঠানে তানভীর মোকাম্মেল ছাড়াও কবিতা পাঠ করেন কবি রুবী রহমান, অনুবাদক স্বপন আদনান, অভিনেত্রী চিত্রলেখা গুহ, সাকিরা পারভীন প্রমুখ। অনুষ্ঠান শুরুর আগে সবার হাতে তুলে দেয়া হয় তানভীর মোকাম্মেলের কবিতার পা-ুলিপির অনুলিপি। তানভীর মোকাম্মেল বলেন, নদীপ্রীতি আছে বলে তাঁর ব্যক্তিগত একটি নৌকাও আছে। তিনি তাঁর ‘নদীকথা’ কবিতাটি পাঠের মাধ্যমে শুরু করেন তাঁর অনুষ্ঠান। একে একে অনেক কবিতা পাঠ করেন তিনি। অতিথিদের মধ্যে অনেকেই তাঁর কবিতা পাঠ করেন। কোন বাদ্যযন্ত্র ছাড়াই সাবেরা তাবাসসুমের কণ্ঠে রবীন্দ্রনাথের ‘খ্যাপা শ্রাবণ ছুটে এলো’ গানটি পরিবেশনায় শুরু হয় অনুষ্ঠান। আসর নিয়ে কথা বলেন শাহনাজ নাসরিন। তাঁর বক্তব্যে উঠে আসে চলচ্চিত্রের সঙ্গে কবিতার সম্পর্ক কেমন তা জানতেই তানভীর মোকাম্মেলকে আমরা আমন্ত্রন জানিয়েছি।
×