ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

শুরুতেই পুঁজিবাজারে লেনদেন ঊর্ধ্বমুখী

প্রকাশিত: ১১:৪৯, ৭ সেপ্টেম্বর ২০২২

শুরুতেই পুঁজিবাজারে লেনদেন ঊর্ধ্বমুখী

পুঁজিবাজার

পুঁজিবাজারে আজ বুধবার দিনের শুরুতেই লেদদেন ঊর্ধ্বমুখী দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে  চলছে লেদদেন। এক ঘণ্টায় ডিএসইর লেনদেন ৬৫০ কোটি টাকা ছাড়িয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেন শুরুর এক ঘণ্টা পর ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৪৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪৩৮ ও ২৩৩৮ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৬৫১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৭টির, কমেছে ৫৬টির এবং অপরির্বতিত রয়েছে ৯২টি কোম্পানির শেয়ার।

এদিকে, সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ৭৪টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৩২টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানি শেয়ারের দর।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×